For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নববিবাহিতদের যে উপহার দেবে যোগী সরকার তার নাম জনসমক্ষে মুখে আনতে পারবেন না

নববিবাহিতরা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের কাছ থেকে উপঢৌকন পেতে চলেছেন।

  • |
Google Oneindia Bengali News

নববিবাহিতরা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের কাছ থেকে উপঢৌকন পেতে চলেছেন। রাজ্যে বিয়ের পিঁড়িতে বসা যুবক-যুবতীকে জন্মনিয়ন্ত্রণকারী 'কন্ডোম'-এর প্যাকেট প্রদান করা হবে। নবববিবাহিতদের মধ্যে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।[আরও পড়ুন:এবার ম্যারেজ সার্টিফিকেট-এর সঙ্গে আধার সংযুক্ত করা আবশ্যিক হতে পারে]

শুধু কন্ডোমের প্যাকেটই নয়, বিভিন্ন কন্ট্রাসেপটিভ পিলও মহিলাদের জন্য বিনামূল্যে নববিবাহিতদের মধ্যে বিলি করবে সরকার। এছাড়া সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের চিঠিও পৌঁছে দেওয়া হবে। সেই চিঠিতে পরিবার পরিকল্পনা, দুটি সন্তান হলে তাদের মধ্যে কতদিনের সময় রাখা উচিত, জনসংখ্যায় লাগাম পড়ানোর জন্য কী করা উচিত তার বর্ণনা রয়েছে।[আরও পড়ুন:একটিমাত্র রসগোল্লার জন্য ভেস্তে গেল বিয়ে]

নববিবাহিতদের যে উপহার দেবে যোগী সরকার তা কল্পনা করা কঠিন

আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। 'মিশন পরিবার বিকাশ' এর প্রকল্প আধিকারিক অবনীশ সাক্সেনা জানিয়েছেন যে নতুন বিয়ে করা দম্পতিদের বিবাহিত জীবন সম্পর্কে অবগত করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।[আরও পড়ুন:বরপক্ষকে দিয়ে ১০ হাজার গাছ পুঁতিয়ে বিয়ের পিঁড়িতে বসল কনে]

নতুন যে কিট নবদম্পতির হাতে তুলে দেওয়া হবে তাতে কন্ডোমের প্যাকেট, কন্ট্রাসেপটিভ পিল সহ বর-কনের ব্যবহারের অন্য সামগ্রীও থাকবে। যেমন রুমাল, নেল-কাটার, চিরুনি, আয়নার মতো প্রয়োজনীয় জিনিস থাকবে।

আশা স্বেচ্ছ্বাসেবি সংস্থার কর্মীরা এই প্রয়োজনীয় কিট নবদম্পতির হাতে তুলে দেবে ও গোটা বিষয়টি নিয়ে সংক্ষেপে বুঝিয়ে দেবে।

English summary
Newly weds to get condoms as ‘shagun’ from Uttar Pradesh govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X