For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি! রাহুলের 'বার্তা' পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যকে

কংগ্রেসের নতুন গঠিত ওয়ার্কিং কমিটিতে আলাদা করে পশ্চিমবঙ্গ থেকে নেই কোনও নেতার নাম। শুধু পশ্চিমবঙ্গই নয়, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে কোনও প্রতিনিধিকে রাখা হয়নি।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের নতুন গঠিত ওয়ার্কিং কমিটিতে আলাদা করে পশ্চিমবঙ্গ থেকে নেই কোনও নেতার নাম। শুধু পশ্চিমবঙ্গই নয়, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে কোনও প্রতিনিধিকে রাখা হয়নি। তবে পদাধিকার বলে প্রত্যেক প্রদেশ সভাপতি আমন্ত্রিত সদস্য হিসেবে থাকছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে।

কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি! রাহুলের বার্তা পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যকে

এই রাজ্যগুলিতে কংগ্রেস একেবারে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। রাহুল গান্ধীর সিদ্ধান্তে রাজনৈতিক মহলের অনুমান, রাজ্যগুলিতে আঞ্চলিক শক্তির সঙ্গে জোট বেঁধেই এগোতে চান তিনি। তবে একমাত্র ব্যতিক্রম ওড়িশার আরসি খুন্তিয়া। দলের তরফে তেলেঙ্গানার দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে খবর।

ওয়ার্কিং কমিটি থেকে যেসব বর্ষীয়ানদের বাদ দেওয়া হয়েছে হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের দিগ্বিজয় সিং। এর আগে দিগ্বিজয় সিংকে এআইসিসির তরফে গোয়া, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দলের তরফে রাজ্যেও তিনি কোনও দায়িত্বে নেই। তবে দিগ্বিজয় সিং জানিয়েছেন, তিনি মধ্যপ্রদেশে কাজ করেন। রাহুল গান্ধী তাঁর নেতা। রাহুল গান্ধী নিজের দল বেছে নিয়েছেন। বিধানসভা নির্বাচনের পরে তিনি তাঁর নিজের কাজ দেখাতে পারবেন বলে জানিয়েছেন দিগ্বিজয়।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির নতুন তালিকায় যাঁরা জায়গা পাননি তাঁদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন, ইউপিএ আমলের আইনমন্ত্রী থাকা বীরপ্পা মইলি, অশ্বিনী কুমার, সলমন খুরশিদ, কপিল সিবল। এ ছাড়াও তালিকায় নেই মনীশ তিওয়ারি, অভিষেক মনু সিংভির মতো নেতারা।

তালিকায় নেই দলের পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে অপসারিত নেতা সিপি যোশীর নাম। রাখা হয়নি সুশীলকুমার শিন্ডে, শিবরাজ পাতিলের মতো নেতাদেরও।

English summary
Newly reconstituted CWC has no representation from five states including West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X