For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির নির্বাচনে জয়ের পরই বিধায়কের কনভয় লক্ষ্য করে গুলি, নিহত আপ কর্মী

দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার অদ্যাবধি পরেই সদ্য নির্বাচির বিধায়ককে তাক করে গুলি ছুটে এসেছিল। সেই গুলি কাণ্ডে নিহত হলেন এক আম আদমি পার্টি কর্মী।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার অদ্যাবধি পরেই সদ্য নির্বাচির বিধায়ককে তাক করে গুলি ছুটে এসেছিল। সেই গুলি কাণ্ডে নিহত হলেন এক আম আদমি পার্টি কর্মী। অপর এক সমর্থন গুরুতর আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মেহরৌলি বিধানসভা থেকে আপের টিকিট সদ্য বিধায়ক নির্বাচিত নরেশ যাদব।

দিল্লির নির্বাচনে জিতে ফেরার পরই গুলি, নিহত আপ কর্মী

মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। কয়েকজন অজ্ঞাতপরিচয় লোক ওই গুলি ছুঁড়েছে বলে অভিযোগ। তখন আপ বিধায়ক নির্বাচিত নরেশ যাদবকে নিয়ে আনন্দে মেতেছিলেন কর্মী-সমর্থকরা। তখনই গুলি করা হয়। ওই রাতে মন্দির থেকে ফিরে আসার খানিক পরেই এই ঘটনা ঘটে।

এই হামলায় একজনের আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও আম আদমি পার্টি দাবি করেছে যে এই আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হওয়ার সাথে সাথেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মৃতের নাম অশোক মান, যিনি মেহরৌলির আপ বিধায়ক নরেশ যাদবের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

ঘটনার পরই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। তদন্ত শুরু করেছে পুলিশ। আপ সাংসদ সঞ্জয় সিং টুইট করেছেন, মেহরৌলির বিধায়ক নরেশ যাদবের উপর হামলা হ'ল। দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে নির্বাচনের ফলাফ প্রকাশের দিনে বিধায়কের সঙ্গীকে খুন হতে হল।

English summary
Newly elected MLA Naresh Jadav is shot targeted on that day of Election result. A AAP worker is shot died in this incident and one is injured.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X