For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটে ইপিএফ খাতে সুবিধা বাড়ল নতুন মহিলাকর্মীদের

চাকরিতে প্রথম যোগ দেওয়া মহিলাদের ক্ষেত্রে সুবিধা বাড়াচ্ছে কেন্দ্র। বাজেট ঘোষণায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

  • |
Google Oneindia Bengali News

চাকরিতে প্রথম যোগ দেওয়া মহিলাদের ক্ষেত্রে সুবিধা বাড়াচ্ছে কেন্দ্র। বাজেট ঘোষণায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মহিলাদের ক্ষেত্রে ইপিএফও-র খাতে ৮ শতাংশ কাটা হলেও, পুরুষদের ক্ষেত্রে তা কাটা হবে ১২ শতাংশ হারে।

বাজেটে ইপিএফ খাতে সুবিধা বাড়ল নতুন মহিলাকর্মীদের

চাকরিতে নতুন যোগ দেওয়া মহিলাদের ক্ষেত্রে প্রথম তিন বছরের জন্য ইপিএফও খাতে কাটা হবে ৮ শতাংশ হারে। ফলে সেইসব মহিলাকর্মী বাড়িতে বেশি টাকা নিয়ে যেতে পারবেন।

অন্যদিকে, ইপিএফও-র অধীনে আসা নতুন কর্মীদের ক্ষেত্রে সরকারের তরফে দেওয়া হবে ১২ শতাংশ করে। এই সুবিধা কেবলমাত্র পাবেন ইপিএফও-র আওতায় আসা নতুন কর্মীরা।

বাজেটে ইপিএফ খাতে সুবিধা বাড়ল নতুন মহিলাকর্মীদের

ইপিএফও-র আওতায় কোনও কর্মীকে একটি নির্দিষ্ট টাকা দিতে হয়। সেই পরিমাণ টাকা দেয় সংশ্লিষ্ট নিয়োগকারী। অবসরের সময় নিজের এবং নিয়োগকারী মিলিয়ে একটা বড় পরিমাণ টাকা সুদ-সহ পেয়ে থাকেন সংশ্লিষ্ট কর্মী।

নিয়ম অনুযায়ী, কোনও কর্মী যার মাইনে মাসে ১৫ হাজার টাকার বেশি, তিনি এর অধীনে আসেন না। যাঁরা মাসে ১৫ হাজারের কম আয় করেন, তাঁরাই নির্দিষ্টভাবে ইপিএফ-এর সদস্য হন। যদিও, মাসে ১৫ হাজারের বেশি মাইনে যাঁরা পান, তাঁরা অ্যাসিস্ট্যান্ট পিএফ কমিশনারের অনুমতিক্রমে ইপিএফের সদস্য হতে পারেন।

বর্তমানের নিয়ম অনুযায়ী, যদি কোনও কর্মীর বেসিক স্যালারি ৩০ হাজার টাকা হয়, সেই কর্মীকে ইপিএফ-এ মাসে দিতে হবে ৩৬০০ টাকা। সমপরিমাণ টাকা দিতে হবে নিয়োগকারীকেও।

English summary
New women workers have to contribute only 8 percent in EFP instead of 12 or 10 percent at present.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X