For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমছে আতঙ্ক! ৭ মাস পর প্রথমবার দেশের সাপ্তাহিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে

৭ মাস পর প্রথমবার দেশের সাপ্তাহিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ১ লক্ষের নীচে

  • |
Google Oneindia Bengali News

ভ্যাকসিন আগমনের পর গোটা দেশে করোনা আতঙ্ক জারি থাকলেও ধীরে ধীরে কমছে সংক্রমণের পারা। বর্তমানে গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লক্ষ ৬৮ হাজারের কিছু বেশি। এদিকে প্রায় ৭ মাস পর এই প্রথম গোটা দেশে এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে নামল।

গত সপ্তাহে আক্রান্ত হলেন ৯৬ হাজার মানুষ

গত সপ্তাহে আক্রান্ত হলেন ৯৬ হাজার মানুষ

বর্তমানে দেশের করোনা মানচিত্র বলছে গত এক সপ্তাহে গোটা দেশে মোট ৯৬ হাজার ২৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যা এখনও পর্যন্ত নতুন রেকর্ড। জানুয়ারি ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত সংক্রমণের এই পারাপতন দেশে স্বভাবতই খুশি স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। অন্যদিকে এর আগে জুনের ১৪ থেকে ২১ তারিখ শেষবার ভারতে সাপ্তাহিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ৯৩ হাজার ৮০১-এ।

সেপ্টেম্বরে তৈরি হয় নতুন রেকর্ড

সেপ্টেম্বরে তৈরি হয় নতুন রেকর্ড

অন্যদিকে সেপ্টেম্বরের শুরুতেই আবার গোটা দেশে করোনা সংক্রমণের হার নতুন মাত্রা পায়। দৈনিক প্রায় ১ লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলে আক্রান্তের সংখ্যা। এমনকী সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ভারতে সাপ্তাহিক করোনা সংক্রমণের পরিমাণ দাঁড়ায় ৬ লক্ষ ৪৫ হাজার ১৪। বর্তমানে সেই সংখ্যাতেই প্রায় ১৫ শতাংশ পর্যন্ত পারাপতন লক্ষ্য করা যাচ্ছে।

ডিসেম্বর থেকেই সংক্রমণে বড়সড় পারাপতন

ডিসেম্বর থেকেই সংক্রমণে বড়সড় পারাপতন

অন্যদিকে ডিসেম্বরের ১৪ থেকে ২০ তারিখের মধ্যে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লক্ষ ৭১ হাজার ২০। সেখানে তারপরের সপ্তাহতেই তা নেমে আসে ১ লক্ষ ৫২ হাজার ৪৫৫-তে। তারপরের সপ্তাহে তা আর কমে ১ লক্ষ ৩২ হাজার ৭৬৫। এমনকী পরবর্তীতে এখনও পর্যন্ত গোটা জানুয়ারি জুড়েই আক্রান্তের সংখ্যায় পারাপতন অব্যাহত রয়েছে।

গোটা জানুয়ারিতেই দেশজুড়ে নিম্নমুখী করোনা সংক্রমণ

গোটা জানুয়ারিতেই দেশজুড়ে নিম্নমুখী করোনা সংক্রমণ

দেশের করোনা মানচিত্রও বলছে ৪ঠা জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে আসে ১ লক্ষ ২৬হাজারে। ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত তা কমে দাঁড়ায় ১ লক্ষ ৫ হাজার ১৪১। পরবর্তীতে প্রায় ৭ মাস পর প্রথমবারের জন্য জানুয়ারির ১৮ তারিখ থেক ২৪ তারিখ পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্ত হলেন মাত্র ৯৬ হাজার ৩৫ জন।

কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত প্রধানমন্ত্রী ওলি! কোন নাটকীয় সন্ধিক্ষণে সামনে দাঁড়িয়ে নেপাল?কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত প্রধানমন্ত্রী ওলি! কোন নাটকীয় সন্ধিক্ষণে সামনে দাঁড়িয়ে নেপাল?

English summary
new weekly record india s weekly corona infection drops below 1 lakh for first time in 7 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X