For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলের মধ্যেই হাউস কিপিং পরিষেবা! সত্যেন্দ্র জৈনের নয়া ভিডিওতে অস্বস্তি বাড়ছে আপের

নতুন ভিডিওতে দেখা যাচ্ছে জেল বন্দি সত্যেন্দ্র জৈনকে হাউস কিপিং পরিষেবা দেওয়া হচ্ছে,

Google Oneindia Bengali News

গুজরাত বিধানসভা নির্বাচন ও দিল্লি পুরসভা নির্বাচনের আগে জেলে বন্দি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের একের পর এক সিসিটিভি ভিডিও প্রকাশ্যে আসছে। যা নতুন করে চাপ বাড়াচ্ছে আপের ওপর। সম্প্রতি সত্যেন্দ্র জৈনের আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন জেলে সত্যেন্দ্র জৈনের ঘর পরিষ্কার করে দিচ্ছে।

জেলে হাউস কিপিং পরিষেবা!

জেলে হাউস কিপিং পরিষেবা!

আগে তিহার জেলে বন্দি সত্যেন্দ্র জৈনের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে কখনও আপের জেলবন্দি স্বাস্থ্য মন্ত্রী সত্যন্দ্র জৈনকে মাসাজ দিতে দেখা গিয়েছে। খাবার খেতে দেখা গিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে জেলের সুপারিনটেনডেন্ট সহ বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে। তিহার জেলের সিসিটিভি ফুটেজের নয়া ভিডিওতে দেখা গিয়েছে কয়েকজন তিহার জেলে সত্যেন্দ্র জৈনের সেলটি পরিষ্কার কর দিচ্ছে। তাঁর বিছানায় নতুন করে চাদর পেতে দিচ্ছে।

 বিজেপির আক্রমণ

বিজেপির আক্রমণ

এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি দিল্লি সরকারকে আক্রমণ করতে শুরু করেছে। বিজেপি অভিযোগ করেছে জেল বন্দি সত্যেন্দ্র জৈনকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর আগে ইডি আদালতে জানিয়েছিল, সত্যেন্দ্র জৈনকে তিহার জেলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। গুজরাত নির্বাচন ও দিল্লি পুরসভা নির্বাচন যত কাছে আপের আস্বস্তি বাড়িয়ে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে। আপের ভাবমূর্তি নষ্ট করতেই বিজেপির তরফে এই ধরনের ভিডিও প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ। প্রসঙ্গত ১ ও ৫ ডিসেম্বর গুজরাতের বিধানসভা নির্বাচন। ৪ ডিসেম্বর দিল্লিতে পুরসভা নির্বাচন। গুজরাতে বিধানসভা নির্বাচন ও দিল্লির পুরসভা নির্বাচনে বিজেপির পাশাপাশি আপ জোর কদমে প্রচার শুরু করেছে।

আপের বিস্ফোরক অভিযোগ

আপের বিস্ফোরক অভিযোগ

দিল্লিতে মদ কেলেঙ্কারী মামলায় বিজেপি বার বার আপকে আক্রমণ করলেও সিবিআই শুক্রবার চার্জশিটে মনীশ সিসোডিয়ার নাম রাখেনি। সেটাকেই হাতিয়ার করে কেজরিওয়াল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোর আক্রমণ করে। আপের ১০ তম প্রতিষ্ঠা দিবসে অরবিন্দ কেজরিওয়াল বলেন, মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে তদন্ত পর্যালোচনা করতেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে সিবিআই ও ইডির প্রধানদের সঙ্গে দেখা করতেন। মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে প্রমাণ জোড়ারের নির্দেশ দিতেন। কিন্তু শেষ পর্যন্ত মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে সিবিআই কোনও প্রমাণ খুঁজে পায়নি। সেই কারণে চার্জশিটে তাঁর নাম। একটা প্রমাণ মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে থাকলে সিবিআই আজ জেলে থাকত।

গুজরাত নির্বাচনকে নিশানা

গুজরাত নির্বাচনকে নিশানা

অন্যদিকে, গুজরাত নির্বাচনে আপ ১৮২টি আসনে প্রার্থী দিয়েছেন। গুজরাতে আপ নিজেদের প্রধান বিরোধী দল হিসেবে দাবি করছে। আপের তরফে দাবি করা হয়েছে, সমস্ত সমীক্ষা ভুল প্রমাণিত করে আপ গুজরাতে সরকার গঠন করতে চলেছে। যদিও প্রতিটি সমীক্ষা দাবি করেছে, গুজরাতে সপ্তমবারের মতো সরকার গঠন করতে চলেছে।

English summary
New video show housekeeping service in Satyandra Jain’s cell in tihar jail increasing pressure on AAP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X