For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুম্ভ মেলায় পুণ্যার্থীদের লাগবে না কোভিড শংসাপত্র, সিদ্ধান্ত উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রীর

কুম্ভ মেলায় পুণ্যার্থীদের লাগবে না কোভিড শংসাপত্র

Google Oneindia Bengali News

রাজ্যের টালমাটাল পরিস্থিতির মাঝেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তবে তাঁর স্থান খালি থাকেনি, ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাখণ্ডের হাল ধরে নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার একদিনের মাথায় তিরথ সিং রাওয়াত জানিয়েছেন যে প্রাক্তন ত্রিবেন্দ্র সিং রাওয়াত শাসিত সরকারের '‌রাজনৈতিকগত ভাবে ভুল’‌ সিদ্ধান্তগুলির পর্যালোচনা করবেন তিনি।

কুম্ভ মেলায় লাগবে না কোভিড নেগেটিভ রিপোর্ট

কুম্ভ মেলায় লাগবে না কোভিড নেগেটিভ রিপোর্ট

নতুন মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, '‌আমরা সাধারণ মানুষের আবেগের সঙ্গে যাব'‌। আর এরপরই তিনি সিদ্ধান্ত নেন যে কুম্ভ মেলার সময় ১ এপ্রিল থেকে যে সব পুণ্যার্থী হরিদ্বারে পবিত্র গঙ্গায় স্নান করতে যাবেন, তাঁদের জন্য কোভিড-১৯ নেগেটিভ শংসাপত্রের দরকার পড়বে না। প্রসঙ্গত, এই সিদ্ধান্তের জেরে ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া কুম্ভ মেলায় পবিত্র শহরে আগত তীর্থযাত্রীদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। এর আগে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সরকার করোনা মহামারির জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা কার্যকর করেছিল, যার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ছিল। এছাড়াও বয়স্ক নাগরিক এভং একাধিক রোগ রয়েছে এমন মানুষদের প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি ছিল। যদিও প্রাক্তন মুখমন্ত্রীর এই সিদ্ধান্ত সর্বত্র নিন্দিত হয়েছে।

 বিতর্কিত দেবস্থান আইন

বিতর্কিত দেবস্থান আইন

তিরথ সিং রাওয়াত এও জানিয়েছেন যে তাঁর সরকার বিতর্কিত দেবস্থান আইন, যা বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সহ ৫৫টি মন্দিরকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে, সেই আইনটিরও পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, '‌আমি পুরোহিতদের সঙ্গে কথা বলব এবং তাঁদের দৃষ্টিভঙ্গী বোঝার চেষ্টা করব। এই ব্যবধানটি পূরণ করব (‌স্টেকহোল্ডার ও সরকারের মধ্যে)‌ এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।'‌

নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত পৌরি গারওয়াল কেন্দ্রের সাংসদ, যেখানে পুরোহিত সম্প্রদায়ের ব্যাপক প্রভাব রয়েছে। ত্রিবেন্দ্র সিং রাওয়াতের পদত্যাগের পর তাঁর উত্তসূরি কে হবেন তা নিয়ে জোরদার জল্পনা চলছিল। তবে তিরথ সিং রাওয়াত যে মুখ্যমন্ত্রী পদের জন্য একেবারে যোগ্য তা বলাই বাহুল্য। ৫৬ বছরের তিরথ বিজেপির সাংসদ ৷ বিভিন্ন সময়ে বহু গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি ৷ ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত উত্তরাখণ্ড রাজ্য় বিজেপির সভাপতি ছিলেন ৷ রয়েছে বিধায়ক পদে কাজ করার বহু অভিজ্ঞতাও ৷

মানুষের সঙ্গে কাজ করবেন

মানুষের সঙ্গে কাজ করবেন

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত জানিয়েছেন যে তাঁর সরকার মানুষের আবেগ বুঝে চলার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

শুভেন্দু আসার আগে ভাঙাবেড়িয়ায় উত্তেজনা, পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসাশুভেন্দু আসার আগে ভাঙাবেড়িয়ায় উত্তেজনা, পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসা

English summary
new uttarakhand cm says no covid 19 certificate needed for kumbh mela
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X