For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়তে চলেছে কেবল-ডিটিএইচ পরিষেবার দাম! নয়া পরিকল্পনায় 'ট্রাই'

টিভি পরিষেবার মাধ্যমে জীবন আরও সহজতর করার পথে এগোতে চেয়েছিল টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই।

  • |
Google Oneindia Bengali News

টিভি পরিষেবার মাধ্যমে জীবন আরও সহজতর করার পথে এগোতে চেয়েছিল টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। একইসঙ্গে কেবল ও ডিটিএইচ অপরেটরদেরও সুবিধার দিকটি দেখার দায়িত্ব রয়েছে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ওপর। ফলে ভারসাম্য় রক্ষার গুরু দায়িত্ব রয়েছে 'ট্রাই'-অর কাঁধে। তবে মাদ্রাজ হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের পর , ও ব্রডকাস্টারদের চ্যানেলের দামের ঘোষণার পর এবার সম্ভবত এই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে চলেছে ট্রাই।

বাড়তে চলেছে কেবল-ডিটিএইচ পরিষেবার দাম! নয়া পরিকল্পনায় ট্রাই

জানা যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর থেকে নতুন নির্দেশিকা জারি করে কেবল ও ডিটিএইচ পরিষেবার বিভিন্ন চ্যানেলের দাম বাড়াতে চলেছে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য একটাই কেবল টিভি ও ডিটিএইচ পরিষেবার দুনিয়ায় , স্টার , জি-এর দাপটে নতুন ছোট বাজেটের চ্যানেলগুলি জায়গা করতে পারছিলনা। বড় চ্যানেলগুলি চাইছিল ছোট চ্যানেল যেন কিছুতেই 'চ্যানেল বোকে' -তে ঢুকতে না পারে। আর জি এবং স্টারের মতো বড় গোষ্ঠীর চেষ্টাকেই এবার নস্যাৎ করতে চেয়েছে ট্রাই। নতুন পরিকল্পনার মাধ্যমে 'চ্যানেল বোকে' ব্যবস্থা উঠিয়ে দিতে চাইছে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া।

মনে করা হচ্ছে ট্রাইয়ের এই পদক্ষেপের ফলে , ছোট সংস্থার চ্যানেলগুলি ধীরে ধীরে ভারতীয় টেলিভিশনের দুনিয়ায় জায়গা করে নেবে। অন্যদিক থেকে দেখতে গেলে এতে কেবল অপরেটদের সুবিধাই হবে। পাশাপাশি লাভবান হবেন ডিটিএইচ অপরেটররাও। তবে সুখবর , সুপ্রিমকোর্টে জনপ্রিয় চ্যানেলের দাম সংক্রান্ত এক মামলায় ট্রাই জিতেছে। যেখানে বলা হয়েছে জনপ্রিয় চ্যানেলগুলির দাম ৫০ শতংশ কমাতে হবে ব্রডকাস্টারদের। ফলে সেক্ষএত্রে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন গ্রাহকরা।

English summary
TRAI’s tariff order for TV channels was supposed to simplify life for cable and DTH operators and their customers. However, given the recent Madras High Court order and prices announced by broadcasters, the implementation of the order from Dec 29 is likely to raise prices for cable and DTH services in the country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X