নতুন করে উত্তেজনা দিল্লির একাধিক এলাকায়, বিধায়কদের সঙ্গে জরুরী বৈঠকে কেজরীওয়াল
গতকাল থেকেই নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি। রণক্ষেত্রের চেহাড়া নেয় উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টারও অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত মৃত্যু ৭ জনের
একই সাথে জাফারবাদের পাশাপাশি হানাহানির রেশ ছড়িয়ে পড়ে মৌজপুর, গোকুলপুরী, চাঁদবাগ সহ একাধিক জায়গায়। সূত্রের খবর, রাজধানীর বিভিন্ন অংশে সংঘর্ষে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁর মধ্যে রয়েছে দিল্লি পুলিশের হেড কনস্টেবলও।

নতুন করে উত্তেজনার খবর মৌজপুর ও ব্রহ্মপুরী এলাকা থেকে
এদিকে সোমবার সংঘর্ষের পর মঙ্গলবারও নতুন করে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে একাধিক এলাকা থেকে। সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে দিল্লির মৌজপুর ও ব্রহ্মপুরী এলাকা থেকে। সেখানে দুটি গোষ্ঠীকে একে অপরের উদ্দেশ্যে পাতাম ছুঁড়তে দেখা যায়। পুলিশকে লক্ষ্য করেরও শুরু হয় পাথার বৃষ্টি।

বন্ধ পাঁচটি মেট্রো স্টেশন
এই থমথমে পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লিতে প্রায় পাঁচটি মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাফরাবাদ, মৌজপুর-বাবারপুর, গোকুলপুরি, শিব বিহার ও জোহরি এনক্লেভ স্টেশনের গেট বন্ধ করে রাখাল হয়েছে।

জরুরী বৈঠকে কেজরীওয়াল
পুনরায় ক্ষমতা দখলের পর দিল্লির এই সংকট অস্বস্তিতে ফেলেছে আপ সরকারকে। গোটা পরিস্থিতি হাত বাইরে চলে যাচ্ছে দেখে এদিনই দিল্লির একাধিক বিধায়কদের নিয়ে নিজের বাসভবনে জরুরী বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। এই গোষ্ঠী সংঘর্ষের জেরে যে এলাকা গুলি সর্বাধিক বিধ্বস্ত সেই এলাকার বিধায়কেরাই মূলত এই এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে কোনোরকম প্ররোচনায় পা না দেওয়ারও আহ্বান জানাতে দেখা যায় কেজরীওয়ালকে।

১০টি জায়গায় জারি ১৪৪ ধারা
একই সাথে দিল্লির আরও ১০টি জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা। এদিকে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে এখনও এই সংঘর্ষে আহতের সংখ্যা ১৩৫। পাশাপাশি একাধিক হামলায় আহত হয়েছেন ৩৭ জন পুলিশকর্মীও।
নমস্তে ট্রাম্প : সবরমতীর ভুল সুধরালেন রাজঘাটে! গান্ধী দর্শন নিয়ে 'নোট' মার্কিন প্রেসিডেন্টের