For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে যাচ্ছে প্যান কার্ডের চেহারা, জাল করা যাবে না সহজে!

প্যান কার্ডকে এবার নয়া অবতারে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা সহজে জাল করা যাবে না। তবে এই নতুন প্যান কার্ড শুধু নতুন আবেদনকারীরাই পাবেন।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : প্যান কার্ডকে এবার নয়া অবতারে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নয়া চেহারার প্যান কার্ডের বিশেষত্ব হল এতে থাকছে আরও উন্নত সুরক্ষা ব্যবস্থা। এই নয়া নকশার প্যান কার্ড সহজে জাল করা যাবে না। এই নতুন চেহারার প্যান কার্ড খুব শীঘ্রই ইস্যু করবে কেন্দ্রীয় সরকার।[আধারের ডিজিটাল সইয়ের মাধ্যমে কীভাবে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করবেন?]

আয়কর দফতরের এক উচ্চ আধিকারিকের কথায়, গত ১ জানুয়ারি থেকে নয়া চেহারার প্যান কার্ড ছাপার কাজও শুরু হয়ে গিয়েছে।[(ছবি) আধার নম্বর না থাকলে এই সুবিধাগুলো হাতছাড়া হতে পারে আপনার!]

বদলে যাচ্ছে প্যান কার্ডের চেহারা, জাল করা যাবে না সহজে!

তবে এই নতুন প্যান কার্ড শুধু নতুন আবেদনকারীরাই পাবেন। যাদের ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে, তারা প্যান নম্বর এক রেখে নয়া বৈশিষ্টযুক্ত কার্ডের আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে তাদের নতুন করেই ফের আবেদন করতে হবে।

নতুন প্যান কার্ডে হিন্দি ও ইংরাজি দুটি ভাষায় লেখা থাকবে। এছাড়াও নতুন বৈশিষ্ট বলতে এই প্যান কার্ডে কুইক রেসপন্স কোড বা QR code থাকছে যা যাচাই পক্রিয়ায় সহায়তা করবে।

QR code-এর ফলে কার্ড অধিকারীর যাবতীয় তথ্য একসঙ্গেই পাওয়া যাবে। এর ফলে তথ্য প্রদানে ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং এই কার্ড জাল করাও কঠিন হবে।

২ লক্ষ টাকার উপরে যে কোনও লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যিক। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এমনকী সরকারি কাজের ক্ষেত্রেও প্যান কার্ড পরিচয়ের প্রমাণপত্র। এই মুহূর্তে দেশে ২৫ কোটি প্যান কার্ড অধিকারী রয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, প্রতিবছর ২.৫ কোটি মানুষ প্যান কার্ডের জন্য আবেদন করে।

English summary
The Government is issuing newly designed PAN (Permanent Account Number) cards that have added security features to make them tamper-proof and with contents written in both Hindi and English.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X