For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণ ছড়াবেন ব্রিটেন ফেরত যাত্রীরা! নয়া স্ট্রেনের আতঙ্কে জারি নতুন করোনা বিধি

Google Oneindia Bengali News

ব্রিটেন থেকে ফিরে দীর্ঘক্ষণ অমৃতসর বিমানবন্দরে আটকে থাকলেন যাত্রীরা। আজ সকালে লন্ডন থেকে একটি বিমান ২৪২ জন যাত্রী নিয়ে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। তারপরই সেখানে ওই বিমানের যাত্রীদের আটকে দেওয়া হয়। অনেকেই সেখানে বিক্ষোভ দেখান।

যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা

যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা

অমৃতসর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপক ভাটিয়া জানিয়েছেন, যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করানোর পর তাঁদের সেখান থেকে ছাড়া হবে। এদিকে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা গেল যাত্রীদের পরিজনদের। তাঁদের অভিযোগ, বিমানে ওঠার আগেই প্রত্যেকের কোরোনা পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু তারপরও ফের একবার কোরোনা পরীক্ষা করাতে বলা হচ্ছে।

অমৃতসর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বক্তব্য

অমৃতসর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বক্তব্য

অমৃতসর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপক ভাটিয়া বলেন, 'যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করানো হবে। এর জন্য ছয় থেকে আট ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে মুম্বই বিমানবন্দরে ব্রিটেন থেকে আসা যাত্রীদেরও ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।'

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের খোঁজ

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের খোঁজ

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়ার পর থেকে ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা স্থগিত করে দেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। মন্ত্রকের তরফে টুইটারে জানানো হয়েছিল, ব্রিটেনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

স্থগিত বিমান পরিষেবা

স্থগিত বিমান পরিষেবা

ব্রিটেন থেকে ভারতে আসা সমস্ত বিমান ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছিল , যে বিমানগুলি ইতিমধ্যেই রওনা দিয়েছে বা যে বিমানগুলি ২২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভারতে পৌঁছাবে, সেই বিমানের যাত্রীদের আগে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। সেইমতো আজ অমৃতসর বিমানবন্দরে আটকে দেওয়া হয় ব্রিটেন ফেরত যাত্রীদের।

English summary
New SOPs for people arriving from UK, Separate isolation for those with Mutant Strain of Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X