For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবেশিত হবে খাবার, তবে মাস্ক না পরলে কড়া শাস্তি! একনজরে বিমান পরিষেবার নয়া নির্দেশিকা

Google Oneindia Bengali News

এবার থেকে প্যাকিং করা খাবার পাওয়া যাবে বিমানে৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই উড়ানে এই সুবিধা পাওয়া যাবে৷ আন্তর্জাতিক বিমানে এবার থেকে মিলবে গরম খাবারও৷ কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় উড়ান সংস্থাগুলিকে খাবার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে৷

প্রত্যেক যাত্রীকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক

প্রত্যেক যাত্রীকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক

তবে বিমানে যাত্রা করার সময়ে, প্রত্যেক যাত্রীকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন, কোনও যাত্রী যদি মুখে মাস্ক না পরেন, তবে তাঁকে নো-ফ্লাই লিস্টের অন্তর্ভূক্ত করতে পারে সংশ্লিষ্ট উড়ান সংস্থা ৷

খাবার পরিষেবা দেওয়ার অনুমতি

খাবার পরিষেবা দেওয়ার অনুমতি

উদ্ভুত করোনা পরিস্থিতির মধ্যে ২৫মে থেকে অন্তর্দেশীয় উড়ানে যাত্রীদের খাবার পরিষেবা দেওয়া বন্ধ ছিল৷ আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে, যাত্রার সময়ের উপর নির্ভর করে আগে থেকে প্যাকিং করা ঠান্ডা খাবার দেওয়া হচ্ছিল৷ গতকাল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে।

বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশিকায় কী বলা হয়েছে

বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশিকায় কী বলা হয়েছে

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, 'অন্তর্দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রে এবার থেকে উড়ান সংস্থাগুলি চাইলে আগে থেকে প্যাকিং করা খাবার দিতে পারবে যাত্রীদের৷' নির্দেশিকায় আরও বলা হয়েছে, 'আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে উড়ান সংস্থাগুলি ও চার্টার বিমানগুলি যাত্রীদের গরম খাবার পরিবেশন করতে পারবে৷'

ডিসপোজাল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে

ডিসপোজাল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে

এক্ষেত্রে উড়ান সংস্থাগুলিকে বিমানের মধ্যে খাবার দেওয়ার সময়, একবার ব্যবহারযোগ্য ডিসপোজাল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য৷ একইসঙ্গে আরও বলা হয়েছে, 'প্রত্যেক বার খাবার দেওয়ার আগে বিমানকর্মীদের নতুন একজোড়া গ্লাভস পরতে হবে৷'

এনটারটেইনমেন্ট সিস্টেমও ব্যবহার করতে পারবেন যাত্রীরা

এনটারটেইনমেন্ট সিস্টেমও ব্যবহার করতে পারবেন যাত্রীরা

পাশাপাশি, উড়ানের সময়ে বিমানে থাকা এনটারটেইনমেন্ট সিস্টেমও ব্যবহার করতে পারবেন যাত্রীরা৷ সেক্ষেত্রে যাত্রা শুরুর আগে প্রত্যেক যাত্রীকে ডিসপোজ়েবল ইয়ারফোন অথবা জীবাণুমুক্ত-পরিস্কার হেডফোন দিতে হবে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে৷

নো ফ্লাই লিস্টের অন্তর্ভূক্ত করার বিধি

নো ফ্লাই লিস্টের অন্তর্ভূক্ত করার বিধি

এই সবকিছুর পাশাপাশি, প্রত্যেক বিমানযাত্রীরকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে৷ ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন, 'যদি কোনও যাত্রী মুখে মাস্ক না পরেন, সেক্ষেত্রে তাঁকে নো-ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারে সংশ্লিষ্ট উড়ান সংস্থা৷' ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী নিয়ম না মানলে, সংশ্লিষ্ট উড়ান সংস্থা ওই যাত্রীকে নো ফ্লাই লিস্টের অন্তর্ভূক্ত করতে পারে৷

করোনা আবহে বিমান পরিষেবা

করোনা আবহে বিমান পরিষেবা

করোনা ভাইরাস সংক্রমণ অতিমারীর এই আবহে ২৩ মার্চ থেকে স্বাভাবিক আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ তবে বন্দে ভারত মিশনের আওতায় বিশেষ কিছু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এয়ার বাবলের মাধ্যমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু রয়েছে৷

<strong>মিথ্যা বলছেন নির্মলা? ইঙ্গিত রাহুল গান্ধীর! অর্থনৈতিক ধসের নেপথ্যে কোন কারণ</strong>মিথ্যা বলছেন নির্মলা? ইঙ্গিত রাহুল গান্ধীর! অর্থনৈতিক ধসের নেপথ্যে কোন কারণ

English summary
New SoP for flights amid coronavirus pandemic as restrictions over food presentation lifted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X