For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে সফর করেন এমন মহিলাদের জন্য বড় খবর! একাধিক সিদ্ধান্তের কথা জানাল ভারতীয় রেল

ট্রেনে সফর করেন এমন মহিলাদের জন্য বড় খবর! একাধিক সিদ্ধান্তের কথা জানাল ভারতীয় রেল

  • |
Google Oneindia Bengali News

Indian Railway Rules: ট্রেনে সফর করেন এমন মহিলাদের (Train Rules for woman) জন্যে দারুন খবর। প্রত্যেকদিন যদি মহিলা হিসাবে ট্রেনে (Indian Railway ) সফর করতে হয় তাহলে এই খবর আপনার জন্যে। রেলের তরফে সম্প্রতি নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আর তাতে সুবিধা হবে মহিলা ট্রেন যাত্রীদের। এমনটাই মনে করা হচ্ছে। রেলের তরফে সিনিয়র সিটিজেন্স সহ একাধিক ব্যক্তির জন্য নয়া নিয়ম (Railway Rules) তৈরি করা হয়েছে। এক নজরে রেলের তরফে জারি করা গাইডলাইন-

জারি করা নির্দেশিকা একনজরে-

জারি করা নির্দেশিকা একনজরে-

মহিলাদের উপর অনেক সময়ে রেলে নানা ধরণের অপরাধ হয়। আর তা রুখতে বিভিন্ন সময়ে নানা নয়া নিয়ম জারি করা হয়। ভারতীয় রেল গত কয়েক বছরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনার একটি ডাটাবেস তৈরি করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের নির্দেশিকা জারি করেছে। আর সেই মতো রেলে মহিলারা কি ধরেনের সমস্যা কিংবা অপরাধ ঘটে সেই বিষয়ে একটি সার্ভে করা হচ্ছে। আর সব মিলিয়ে সেই ডাটাবেস তৈরি করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

মহিলা কোচে রাখা হবে বিশেষ নজরদারি

মহিলা কোচে রাখা হবে বিশেষ নজরদারি

রেল আধিকারিকরা সবদিক থেকে মহিলা যাত্রীদের বিশেষ জোর দিতে চাইছে। আর সেই কারণে মহিলা কামড়াতে বিশেষ নজরদারি চালানোর জন্যে নির্দেশ দিয়েছে রেল। মহিলা কোচেই নয়, অন্যান্য বগি কিংবা কোচে ট্র্যাভেল করছেন এমন মহিলাদের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। আর এই নির্দেশ সামনে আসার পরেই বিশেষ নজরদারির ব্যবস্থা করা হছে রেল নিরাপত্তা সংস্থাগুলির তরফে।

গুরুত্বপূর্ণ পরিচয় পত্র

গুরুত্বপূর্ণ পরিচয় পত্র

রেল তাঁদের কর্মচারীদের আইডি কার্ড অর্থাৎ পরিচয় পত্র নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। ট্রেন কিংবা রেল এলাকাতে আইডি কার্ড ছাড়া কোনও কর্মচারীকে যেতে দেওয়া হবে না। এমনকি যে সমস্ত যাত্রী ফ্রি ইন্টারনেটে পর্ণ দেখছেন এমন মানুষদের চিহ্নিত করার কথাও বলা হয়েছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে রেলের তরফে।

সিসিটিভি মনিটর করা হবে

সিসিটিভি মনিটর করা হবে

স্টেশনের ইয়ার্ড কিংবা সংলগ্ন রেলওয়ে এলাকাগুলি অপ্রয়োজনীয় গাছপালা কেটে পরিষ্কার করার কথা বলা হয়েছে। মূলত এই সমস্ত এলাকাতে অসামাজিক কোনও কাজকর্ম না ঘটতে পারে সেজন্য এই ব্যবস্থা। পাশাপাশি রেল লাইন সংলগ্ন বস্তিগুলিতেও বিশেষ নজরদারি করার কথা বলা হয়েছে। পাশাপাশি সিসিটিভি মনিটারিং করতে কন্ট্রোল রুমগুলিতেও সব সময় যাতে লোক থাকে সেই নিরদশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিসিটিভি যাতে সব চলে তা খেয়াল রাখার নির্দেশও রেলের তরফে দেওয়া হয়েছে। সবদিক থেকেই রেলে মহিলা সুরক্ষা আরও মজবুত করতেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।

Weather Update: আপাতত স্বস্তি মিললেও দেওয়া হল শৈত্যপ্রবাহের সঙ্গে তুষারপাতের সতর্কতা! জারি থাকবে ঘন কুয়াশা Weather Update: আপাতত স্বস্তি মিললেও দেওয়া হল শৈত্যপ্রবাহের সঙ্গে তুষারপাতের সতর্কতা! জারি থাকবে ঘন কুয়াশা

English summary
new safety guidelines for women for train journey, issued by indian Railway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X