For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকিট না থাকলেও মহিলা যাত্রীকে ট্রেন থেকে নামানো যাবে না! জানুন বিস্তারিত

এবার বিনা টিকিটে ট্রেনে একলা ভ্রমণরত মহিলা যাত্রীদের ট্রেন থেকে নামাতে পারবেন না খোদ কর্তব্য়রত টিকিট পর্যবেক্ষকই। এই আইন রেলে বহু বছর আগে থেকেই চালু ছিল।

Google Oneindia Bengali News

এবার বিনা টিকিটে ট্রেনে একলা ভ্রমণরত মহিলা যাত্রীদের ট্রেন থেকে নামাতে পারবেন না খোদ কর্তব্য়রত টিকিট পর্যবেক্ষকই। এই আইন রেলে বহু বছর আগে থেকেই চালু ছিল। শুধু পুরনো এই আইনকে আরও একবার মনে করিয়ে দিয়ে, তাকে স্বমহিমায় কার্যকর করার প্রক্রিয়া চালু করতে চলেছে রেল। শুধু ট্রেন থেকে একলা মহিলাকে নামিয়ে দেওয়াই নয়, যদি কোনও একক মহিলা জেনারেলের টিকিটে এসি কামরাতে চড়ে বসেন, তাহলেও তাঁকে কেউই সেখান থেকে সরিয়ে দিতে পারেবন না।

টিকিট না থাকলেও মহিলা যাত্রীকে ট্রেন থেকে নামানো যাবে না! জানুন বিস্তারিত

ট্রেনে মহিলা নিরাপত্তা নিয়ে চরম উদ্যোগের পথে রেল। উল্লেখ্য, একা ভ্রমণরত বিনা টিকিটের মহিলাযাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া নিয়ে প্রচলিত আইনকে আরও একবার মনে করিয়ে দিতে চলেছে রেল। এ নিয়ে আগামী সপ্তাহ থেকে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া শুরু হবে রেলের তরফে। কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্প যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সেই বিষয়টিকেও মাথায় রেখে এগোচ্ছে রেল। রেল বোর্ড সূত্রের খবর, সন্ধ্যে ছ'টা থেকে ভোর ছ'টা পর্যন্ত এই আইন লাগু থাকবে। অইনে বলা রয়েছে, বিনা টিকিটের একলা মহিলা যাত্রীকে ছোট স্টেশনে নামিয়ে দেওয়া যাবে না।

আগামী সপ্তাহ থেকে মহিলাদের বিনা টিকিটে ট্রেনে চড়লেও নিরাপত্তাহীনতার মুখে ফেলবে না রেল। সেকথা জানাতে নতুনভাবে প্রচার শুরু করছে তারা। দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মহিলা ঘটিত অপরাধের জেরে এই পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। নারী নিরাপত্তায় এই পদক্ষেপ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

English summary
New Rule for single Woman Passenger in Railways who are travelling without ticket .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X