For Quick Alerts
For Daily Alerts
লোকসভা ভোটের আগেই ফের একটি নতুন নোট বাজারে আনছে আরবিআই
আরবিআই খুব শীঘ্রই নতুন ২০ টাকার নোট বাজারে আনতে চলেছে বলে জানা গিয়েছে। সেই নতুন নোটে নতুন বৈশিষ্ট্য থাকবে বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক ইতিমধ্যে নতুন ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট বের করেছে। এছাড়া নোট বাতিলের পর একেবারে নতুন ২০০০ ও ২০০ টাকার নোট বাজারে আনা হয়েছে।

এই সবকটি নোটই ২০১৬ সালের নভেম্বরে ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের পর বাজারে আনা হয়েছে। এগুলি সবই মহাত্মা গান্ধীর নতুন সিরিজের নোট। আগের নোটের চেয়ে এই নোটের মাপ আলাদা।
আরবিআই এর তথ্য অনুযায়ী ২০১৬ সালের মার্চ মাসে বাজারে ৪৯২ কোটি ২০ টাকা মূল্যের ব্যাঙ্কনোট ছিল। ২০১৮ সালে তা বেড়ে ১ হাজার কোটির বেশি ২০ টাকার নোট বাজারে রয়েছে। বাজারের মোট কারেন্সির ৯.৮ শতাংশ ২০ টাকার নোট দখল করে রয়েছে বলে আরবিআই সূত্রে জানানো হয়েছে।