For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর জন্মদিনেই তৈরি নয়া রেকর্ড! দৈনিক টিকাকরণ ছাপিয়ে গেল ২ কোটির গণ্ডি, মিনিটে ৪২ হাজার

মোদীর জন্মদিনেই তৈরি নয়া রেকর্ড! দৈনিক টিকাকরণ ছাপিয়ে গেল ২ কোটির গণ্ডি, মিনিটে ৪২ হাজার

  • |
Google Oneindia Bengali News

টার্গেট বাঁধা হয়েছিল আগেই। নমোর জন্মদিনের আবেগেই দিনের শেষে ছাপিয়ে গেল তাও। কথা হচ্ছে ভারতের করোনা টিকাকরণ নিয়ে। মোদীর জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার দেড় কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছিল। সন্ধ্যে নামতেই দেখা গেল লক্ষ্যমাত্রা তো পূরণ হয়েছেই সঙ্গে সেকেন্ডে ৭০০ জনকে টিকা দিয়ে তৈরি হয়ে গিয়েছে নয়া রেকর্ডও।

একনজরে ভারতের করোনা টিকাকরণ চিত্র

একনজরে ভারতের করোনা টিকাকরণ চিত্র

সহজ কথায় শুক্রবার একদিনে দেশের ২.১ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার নয়া নজির গড়ল কেন্দ্র সরকার। এই খবরে দেশ তো বটেই সাড়া পড়েছে আন্তর্জাতিক মহলেও। কোউইন অ্যাপের সন্ধ্যা ৬টার পরিসংখ্যান বলছে এথনও পর্যন্ত দেশে ২ কোটি ১১ লক্ষ ২৮ হাজার ৭৮৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে মোট টিকাকরণের সংখ্যা দাঁড়াল ৭৮.৮৬ কোটিতে। আর এতেই উচ্ছ্বসিত স্বাস্থ্য কর্তারা।

সেকেন্ডে ৭০০ জনকে করোনা টিকা

সেকেন্ডে ৭০০ জনকে করোনা টিকা

অন্যদিকে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন স্মরণীয় করতে নানান অনুষ্ঠান, সেবামূলক কাজের উদ্যোগ নেয় বিজেপি। শুক্রবার রেকর্ড কোভিড ভ্যাকসিন ডোজ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঐতিহ্যবাহী করে রাখারও সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি সরকারের তরফে। অবশেষে এল সাফল্য। এই নিয়ে চতুর্থ দিন ভারত টিকাকরণে নয়া নজির গড়ল। এর আগে গত ৩১ অগাস্ট দেশে একদিনে ১.৩০ কোটিরও বেশি মানুষকে একযোগে করোনা টিকা দেওয়া হয়। যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই মনে করা হত।

মোদীর জন্মদিনেই নয়া রেকর্ড

মোদীর জন্মদিনেই নয়া রেকর্ড

যদিও ২৭ আগস্ট প্রথমবার ভারত একদিনে এক কোটি ডোজের মাইলফলক পার করে। এদিকে এই প্রসঙ্গে উচ্ছ্বসিত টুইট করতে দেখা যায় ন্যাশনাল হেলথ অথরিটির প্রধান আরএস শর্মাকে। তাঁর কথায়, করোনা বিরুদ্ধে লড়াইয়ে রোজই নয়া দৃষ্টান্ত স্থাপন করছে ভারত। বর্তমানে প্রতি মিনিটে আমরা ৪২ হাজার জনকে করোনা টিকা দিচ্ছে। সেকেন্ডে সেই সংখ্যা পেরিয়ে যাচ্ছে ৭০০-র গণ্ডি।

 দুপুর দেড়টার মধ্যে ১ কোটি মানুষকে করোনা টিকা

দুপুর দেড়টার মধ্যে ১ কোটি মানুষকে করোনা টিকা

এদিকে এদিন দুপুরেই 'ভ্যাকসিন সেবা' হ্যাশট্যাগে টুইট করতে দেখা যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে। ওই টুইটেই তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর জন্মদিনে দুপুর দেড়টার মধ্যে দেশে ১ কোটি টিকা দেওয়া হয়েছে। মোদী জন্মদিনেই বিশ্ব রেকর্ড গড়বে ভারত।" এতে উৎসাহিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা টুইটে আরও বেশি টিকাকরণের আর্জি জানান। পরবর্তীতে দেখা যায় বিকেল সাড়ে ৫টা নাগাদ দু'কোটি টিকাকরণের গণ্ডিও পার করে ফেলে ভারত।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
In India, the daily vaccination has crossed the 20 million mark, 42,000 per minute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X