For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় সরকারী চাকরিতে 'সংরক্ষণ'-এর আওতায় এবার থেকে থাকছেন এঁরাও

অ্যাসিড হামলার শিকার, মানসিক প্রতবন্ধি, মানসিকভাবে বিপর্যস্ত ও অস্টিজমের শিকার ব্যক্তি বা মহিলাদের এবার থেকে কেন্দ্রীয় সরকারী চাকরীর সংরক্ষণের আওতায় আনা হবে।

  • |
Google Oneindia Bengali News

অ্যাসিড হামলার শিকার, মানসিক প্রতবন্ধি, মানসিকভাবে বিপর্যস্ত ও অস্টিজমের শিকার ব্যক্তি বা মহিলাদের এবার থেকে কেন্দ্রীয় সরকারী চাকরীর সংরক্ষণের আওতায় আনা হবে। এবিষয়ে জারি হয়েছে আনুষ্ঠানিক নির্দেশ। সরাসরি কাজে যোগদানের ক্ষেত্রে এঁদের ,চাকরীর মোট শূন্যপদের ৪ শতাংশের ক্ষেত্রে এ, বি,সি গ্রুপে লাগু হবে নয়া নিয়ম। এই পদগুলি বেঞ্চমার্ক প্রতিবন্ধকতার শিকার ব্য়ক্তি দ্বারা পূর্ণ করা হবে।

কেন্দ্রীয় সরকারী চাকরিতে 'সংরক্ষণ'-এর আওতায় এবার থেকে থাকছেন এঁরাও

বেঞ্চমার্ক প্রতিবন্ধকতা অর্থাৎ, এমন একজন প্রতিবন্ধকতা , যার দ্বারা শরীরের কমপক্ষে ৪০ শতাংশ প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকে। এমন ব্যক্তি বা মহিলাদের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারী চাকরীতে সংরক্ষণ থাকতে চলেছে। কিছুদিন আগেই ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং জানিয়েছে, সমস্ত কেন্দ্রীয় সরকারী দফতরে, ১ শতাংশ সংরক্ষম থাকতে হবে , কমজোরি দৃষ্টিশক্তি র শিকার বা দৃষ্টিশক্তির দিক দিয়ে প্রতিবন্ধিদের জন্য। এছাড়াও এই ১ শতাংসের মধ্যে পড়বেন শ্রবণ ক্ষমতাজনিত প্রতিবন্ধি, কুষ্ঠ, সেরিব্রাল পালসি, বামন, অ্যাসিড হামলার শিকার হওয়া ব্যক্তি বা মহিলারা।

এদিকে, প্রতিবন্ধকতা নিয়ে সরকারী কাজে যোগ দেওয়া কোনও ব্যাক্তির বিরুদ্ধে অন্য কোনও ব্যাক্তির অভিযোগ থাকলে, তাও শোনা হবে, কর্মী নিয়োগের সময়। অভিযোগ খতিয়ে দেখবার পরই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে চলবে তদন্তের পর্বও। যদিও এই নয়া সংরক্ষণ নীতিতে ওবিসি বা এসসি দের সংরক্ষিত আসন একই থাকবে বলে জানানো হয়েছে।

English summary
People with autism, mental illnesses, intellectual disability and victims of acid attacks will now get quota in central government jobs, an official order said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X