বাজেটে কেন্দ্রের নতুন প্রস্তাব, ন্যাশনাল হেলথ কেয়ার প্রোটেকশন স্কিম
স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাতেও জোর নতুন চিন্তাভাবনার প্রকাশ পেয়েছে জেটলির পঞ্চম বাজেটে। প্রতি তিনটি লোকসভা কেন্দ্র পিছু একটি করে মেডিক্যাল কলেজের প্রস্তাব রাখা হয়েছে। উন্নয়নের খতিয়ান দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষায়।

স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রোগ্রাম নামে নতুন প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছে।

ন্যাশনাল হেলথ কেয়ার প্রোটেকশন স্কিম আনা হচ্ছে।

এটাই পৃথিবীর সর্ববৃহৎ সরকারি সাহায্যপ্রাপ্ত হেলথ কেয়ার প্রোগ্রাম হতে যাচ্ছে।
প্রকল্পটির সফলতার ওপর ভিত্তি করে দেশের সবার জন্য এই প্রকল্পকে নিয়ে ভাবা হবে বলে জানানো হয়েছে, বাজেট বক্তৃতায়।

প্রতি তিন সংসদীয় কেন্দ্র পিছু একটি করে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব রাখা হয়েছে ২০১৮-র বাজেটে।

একইসঙ্গে সাধারণ হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।
সামাজিক সুরক্ষায় উন্নয়নের খতিয়ান দেওয়া হয়েছে সরকারের তরফে। দেশের প্রায় ৫.২২ কোটি পরিবার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১.২৬ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। তফশিলি জাতিদের জন্য ৫২,৭১৯ কোটি এবং তফশিলি উপজাতিদের জন্য ৩৯,১৩৯ কোটির সংস্থান রাখা হয়েছে বাজেটে।