For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দূরদর্শন ঠিকঠাক বাজারে নামলে অন্য চ্যানেল ফ্যাকাসে লাগবে: প্রসার ভারতী প্রধান

প্রসার ভারতীর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে প্রসার ভারতী বোর্ডে নিযুক্ত হয়েছেন শশী শেখর ভেম্পতি।

  • |
Google Oneindia Bengali News

প্রসার ভারতীর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে প্রসার ভারতী বোর্ডে নিযুক্ত হয়েছেন শশী শেখর ভেম্পতি। প্রসার ভারতীর প্রধান হিসাবে তাঁর নিযুক্তির পরই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু।

আইআইটি বম্বের প্রাক্তনী শেখর, নিজের দায়িত্বভারের ৫ বছরের সময়সীমার মধ্যে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওকে আমূল পরিবর্তন করে ফেলার দিকে মুখিয়ে রয়েছেন। তাঁর বক্তব্য, "আমরা যখন DD ও AIR এর আমূল পরিবর্তন করে ফেলব আগামী ২০২২ এর মধ্য়ে, তার পর বাকি চ্যানেগুলি পুরোই ফ্যাকাসে লাগবে ।" দেখে নেওয়া যাক তাঁর সাক্ষাৎকার থেকে কী উঠে এল...

দূরদর্শন ঠিকঠাক বাজারে নামলে অন্য চ্যানেল ফ্যাকাসে লাগবে: প্রসার ভারতী প্রধান

ট্রাস্ট ডেফিসিট নিয়ে কী বক্তব্য আপনার?

আমাদের বাইরের ও ভিতরের সমস্ত সহযোগীদের নিয়ে বিষয়টি খতিয়ে দেখতে হবে। ফলে আমাদের ট্রাস্ট ডেফিসিট সংক্রান্ত সমস্যা কেটে যাবে বলে আমি আশাবাদী। এক্ষেত্রে মনে রাখতে হবে ডিডি ও এআই আর একটিই পরিবার।

পুরনো অনুষ্ঠানই কি রিপিট হবে দূরদর্শনে, নাকি জোর দেওয়া হবে নতুন কিছুতে?

দূরদর্শনকে ঘিরে মানুষের নস্টালজিয়া হল একটি বড় বিষয়। এটিই হল চ্যানেলের সবচেয়ে বড় সম্পদ। এর থেকেই তৈরি হয় ব্র্যান্ড লয়ালটি। তার সঙ্গে আরো বাড়াতে হবে যুব সমাজের আকর্ষণ।

দূরদর্শন কী হতে পারে বিবিসি-এর মতো কোনও বিশ্বমানের চ্যানেল?

দূরদর্শনকে বিশ্ব মানের করে তোলাটা আমাদের দায়িত্ব। যার মাধ্যমে আমরা ভারতকে বিশ্বের কাছে তুলে ধরব। ভারতের নানা ঘটনা ,গল্প জানা দরকার বিশ্বেরও। তাছাড়া বিশ্বের নানা ঘটনার ভারতীয় দৃষ্টিকোনকেও পৌঁছে দিতে হবে বিশ্বের কাছ। সেই দিক থেকেও দায়িত্ব বর্তায় প্রসারভারতী পরিবারের ওপর।

এআইআর এবং দূরদর্শনের সোস্য়াল মিডিয়া উপস্থিতি কী খুবই বেশি?

সোস্যাল মিডিয়ায় একটি ডিডি ও এআইআরের প্রচার শুরু হয়েছে। এটিকে আরও বেশি বাড়াতে হবে বলে আমার ধারণা। সোস্যা মিডিয়া ব্যবহারে আমাদের আরও বেশি যত্নবান হতে হবে।

ডিডি ও এআইএর কে ঢেলে সাজাতে আপনার কী পরিকল্পনা ?

এরজন্য তৈরি হবে একটি ডিজিটাল রোডম্যাপ।

সরকারের সমালোচক হিসাবে কী উঠে আসবে ডিডি ও এআইআর?

প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প যেমন স্বচ্ছ ভারত প্রকল্প , বেটি বাচাও প্রকল্পের প্রচার স্বাভাবিক নিয়মে চলবেই।

প্রসারভারতীতে কী কোন 'গ্ল্যামার ফেস' এর প্রয়োজন?

এ বিষয়ে কোনও রকমের মন্তব্য করা আমার পক্ষে ঠিক নয়। এখানে যাঁদের নিযুক্ত করা হয়, তাঁদের অ্যাপোয়েন্টমেন্ট হয় দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির তরফে। তাঁদের প্রজ্ঞা ও বিচার বিবেচনাকে আমি সম্মান করি।

প্রাইভেট টিভি চ্যানেলগুলি যেভাবে দূরদর্শনকে ছাপিয়ে যাচ্ছে

তাতে আপনার বক্তব্য কী ?

প্রাইভেট চ্যানেলগুলির থেকে দূরদর্শনের প্রসার অনেক বেশি। দূরদর্সনের প্রযুক্তিগত দিক অনেক বেশি শক্তপোক্ত।

২১ শতকের চ্যানেল হিসাবে দূরদর্শন কতটা মনোগ্রাহী?

এই সম্পূর্ণ বিষয়টিই মানসিকতার বিষয়।

২০২২ সালে কেমন হতে পারে দূরদর্শন ও এআইআর ?

বর্তমানে ডিডি ও এআইআরের উজ্জ্বল ছবি নিয়ে খুবই কথা হচ্ছে। আমরা যখন DD ও AIR এর আমূল পরিবর্তন করে ফেলব আগামী ২০২২ এর মধ্য়ে, তার পর বাকি চ্যানেগুলি পুরোই ফ্যাকাসে লাগবে ।

English summary
The road ahead for Shekhar, an IIT Bombay alumnus, is a tough one and he hopes to transform both Doordarshan and All India Radio during his 5 year stint. In this interview with OneIndia, Shashi Shekhar speaks about the road ahead and also adds, "when we are done restoring the "glory of DD and AIR" by 2022 the rest will look like pale versions of a transformed DD and AIR.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X