For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের নতুন পার্লামেন্ট কমপ্লেক্সে ১০০০ জন সাংসদের বসবার ব্যবস্থা! কেমন হতে চলেছে নতুন ইমারত

দেশের নতুন পার্লামেন্ট কমপ্লেক্সে ১০০০ সাংসদের বসবার ব্যবস্থা! কেমন হতে চলেছে নতুন ইমারত

  • |
Google Oneindia Bengali News

ভারতের গণতন্ত্রের পীঠস্থান দেশের সংসদ। ব্রিটিশ আমল থেকে সগর্বে এই সংসদভবন দেখে এসেছে একাধিক ঐতিহাসিক রাজনৈতিক অধ্যায়। দেখেছে দেশের একাধিক বিতর্কিত পর্ব, বিখ্যাত ব্যক্তিত্বদের। আর সেই ইতিহাস বুকে রেখেই এবার আরও এক নতুন ইমারত গড়ে উঠছে সংসদভবনের। তাক লাগানো এই নতুন কমপ্লেক্সে কী কী আয়োজন থাকছে, দেখে নেওয়া যাক।

কী বিশেষ আয়োজন থাকছে সংসদে?

কী বিশেষ আয়োজন থাকছে সংসদে?

নতুন সংসদভবনে প্রায় ৯০০ জন সাংসদের বসবার বন্দোবস্ত রয়েছে। আর তা সর্বোচ্চ ১৩৫০ জন সাংসদ এই ভবনে বসে থাকতে পারেন। এমনই আয়োজন করা হচ্ছে দেশের নতুন সংসদভাবনে। মূলত, সংসদের দুই কক্ষের অধিবেশন যাতে একসঙ্গে করা যায় তার জন্যই এমন পরিকল্পনা করা হচ্ছে।

থাকছে ত্রিকোণাকার ভবন?

থাকছে ত্রিকোণাকার ভবন?

জানা গিয়েছে, নতুন সংসদভবনের ইমারত ত্রিকোণাকারে তৈরি হতে চলেছে। আর তার মাথায় থাকবে তেরঙ্গা একটি স্তম্ভ। ভবনে থাকবে, দুটি বড় 'টু সিটার' বেঞ্চ। যার যেকোনও একটি দিক থেকে বসবার ব্যবস্থা থাকতে পারে। ১৩ একর জমিতে এই ভবন তৈরি হতে চলেছে।

কবে ডেডলাইন রয়েছে এমন ভবন নির্মণের?

কবে ডেডলাইন রয়েছে এমন ভবন নির্মণের?

পরিকল্পনায় জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের মধ্যে এই ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা। তবে এর আগে ২০২২ সালে এই ভবন নির্মাণের কাজ শেষ হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ভবন তৈরির নক্সা যা বলছে তাতে ২০২৪ সালেই তা শেষ হবে বলে জানা গিয়েছে।

মকর সংক্রান্তিতে গুজরাটে ঘুড়ির মাঞ্জায় মৃত প্রায় দেড়শোর বেশি পাখি মকর সংক্রান্তিতে গুজরাটে ঘুড়ির মাঞ্জায় মৃত প্রায় দেড়শোর বেশি পাখি

English summary
New Parliament Complex has arrengment of 1350 Members to seat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X