For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই বোর্ড পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া নির্দেশিকা, কী বললেন মন্ত্রী রমেশ পোখরিয়াল

করোনা লকডাউনের কারণে পিছিেয় গিয়েছে পরীক্ষা। কিন্তু রেজাল্ট বের করতে সময় নেওয়া যাবে না। তাই খাতা দেখা দ্রুত করতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

Google Oneindia Bengali News

করোনা লকডাউনের কারণে পিছিেয় গিয়েছে পরীক্ষা। কিন্তু রেজাল্ট বের করতে সময় নেওয়া যাবে না। তাই খাতা দেখা দ্রুত করতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। খাতা শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাতা শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে যেখান থেকে তারজন্য ৩০০০ সিবিএসই বোর্ডের স্কুল বেছে নেওয়া হয়েছে।

সিবিএসই বোর্ড পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া নির্দেশিকা

শনিবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, এই প্রক্রিয়ায় খাতা দেখা শুরু হলে ৫০ দিনের মধ্যে সবটা করা সম্ভব হবে। তাহলে পরীক্ষা দেরিতে হলেও দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বোর্ডের। প্রায় দেড় কোটি উত্তর পত্র এই ৩০০০ স্কুল থেকে শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নতুন দিন ঘোষণা করেছে মন্ত্রক। ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। ২৯টি বিষয়ের পরীক্ষা হবে বাকি ঐচ্ছিক বিষয়গুলির নম্বর স্কুলের পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রকের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা।

English summary
New notice issued by HRD minister on CBSE board exam paper checking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X