For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেটে অভিনব এক্সিবিশন

  • By
  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল কেয়ার আর্থ ট্রাস্ট, তামিলনাড়ু সরকার ও স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ট্রাভেলিং এক্সিবিশন সার্ভিসের সঙ্গে যৌথভাবে 'ওয়াটার ম্যাটারস এক্সিবিশন' এর উদ্বোধন করেছে চেন্নাইয়ের পেরিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারে। আগামী মঙ্গল ও বুধবার এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেটে অভিনব এক্সিবিশন

ইউএস কনসাল জেনারেল রবার্ট বলেছেন, আমরা জনসাধারণকে বিশেষ করে যুব সম্প্রদায়কে আমন্ত্রণ জানাচ্ছি যাতে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তা সামলে নতুন নতুন পথ উদ্ভাবন করা যায়। এবং এজন্য একটি পাবলিক এক্সিবিশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্কিন কনস্যুলেট স্মিথসোনিয়ান ইন্সটিটিউশন ও কেয়ার আর্থ ট্রাস্টের সঙ্গে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে নিজেদের জুড়তে পেরে আনন্দিত।

জল থিমকে থেকে কেন্দ্র করে লেকচার, সায়েন্স ওয়ার্কশপ ও নানা ধরনের ক্লাসের আয়োজন করা হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। এই বিষয়ে কনস্যুলেট জেনারেল চেন্নাইয়ের ফেসবুক পেজে বিস্তারিত উল্লেখ রয়েছে।

এই বিষয়ে তামিলনাড়ু সরকারের মন্ত্রী কেপি আনবলাগন বলেছেন, আমরা মার্কিন কনস্যুলেট জেনারেলের কাছে কৃতজ্ঞ এমন ধরনের একটি এক্সিবিশন তামিলনাড়ুকে উপহার দেওয়ার জন‍্য।

বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও অস্কারবিজয়ী সুরকার এআর রহমান এই বিষয়ে কনস্যুলেট জেনারেল চেন্নাই ধন্যবাদ জানিয়েছেন। জল সংরক্ষণ ও জলের ব্যবহার নিয়ে এমন গুরুত্বপূর্ণ একটি এক্সিবিশন আগামী প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে তিনি মনে করছেন। এই এক্সিবিশনের পর মানুষ জল ব্যবহারে আরও সচেতন হবে বলেই মনে করছেন রহমান।

কেয়ার আর্থ ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি জয়শ্রী ভেঙ্কটেশন জানিয়েছেন, চেন্নাইয়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। চারটি নদী রয়েছে। এমনকী সমুদ্রতট রয়েছে। তা সত্ত্বেও হয় এখানে জল বেশি হয় অথবা জলকষ্ট হয়। ফলে ওয়াটার ম্যানেজমেন্ট যে একটি বড় বিষয় সেটা তাঁর বক্তব্যে উঠে এসেছে।

English summary
New initiative by US embassy Chennai to explore challenges and solutions related to sustainable water management
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X