For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রদবদলের পর মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখের সম্ভাবনা, চিনে নিন তাঁদের

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ আসতে চলেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সম্ভবত মন্ত্রিসভার রদবদল হতে চলেছে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নয়, সম্ভবত প্রথম সপ্তাহেই এবং ব্রিকস সম্মেলনে যাওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নতুন দায়িত্ববন্টন করা হতে পারে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার রাতেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজীব প্রতাপ রুডি সহ তিন কেন্দ্রীয় মন্ত্রী। নয়া মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখ দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

রদবদলের পর মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখের সম্ভাবনা, চিনে নিন তাঁদের

গত সপ্তাহেই ট্রেন দুর্ঘটনার নৈতিক দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেসময় তাঁকে নিরস্ত করেন মোদী। কিন্তু এবার সুরেশ প্রভুর জায়গায় নীতীন গড়কড়ি রেলমন্ত্রকের দায়িত্ব পেতে পারেন বলে সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে। এছাড়াও গুজরাটে বিজেপির দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদবকেও মন্ত্রিসভায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কর্নাটকের বিজেপি নেতা সুরেশ অঙ্গদি ও প্রহ্লাদ যোশীকেও মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে বলে মনে করা হচ্ছে। সামনের বছরেই কর্নাটকে নির্বাচন আর হারানো জমি ফিরে পেতে বিজেপি মরিয়া হয়েই ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রহ্লাদ সিং প্যাটেল। এর আগে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিলেন প্রহ্লাদ প্যাটেল। মহারাষ্ট্রের রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধেরও মন্ত্রিসভায় যোগ দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মুম্বইয়ের প্রাক্তন কমিশনার সতপাল সিংও আসতে পারেন মন্ত্রিসভায়। ২০১৪ নির্বাচনের বাঘপত কেন্দ্র থেকে উত্তরপ্রদেশের অজিত সিংকে পরাস্ত করেছিলেন সতপাল সিং।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সম্প্রতি এনডিএ-তে নতুন করে যোগ দিয়েছে নীতীশ কুমারের জেডিইউ। সেক্ষেত্রে জেডিইউ-র রামচন্দ্র প্রসাদ সিং ও সন্তোষ কুশওয়াহাকেও মন্ত্রিসভায় সম্ভবত জায়গা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে এখনও ধোঁয়াশাই রয়েছে।

[আরও পড়ুন: নোট বাতিলে আর কী কী উপকার পেতে চলেছে দেশবাসী, জানালেন মোদী সরকারের এই মন্ত্রী][আরও পড়ুন: নোট বাতিলে আর কী কী উপকার পেতে চলেছে দেশবাসী, জানালেন মোদী সরকারের এই মন্ত্রী]

English summary
Several new faces are likely to be included in central cabinet, cabinet reshuffle likely to take place before BRICS summit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X