For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে সেকেন্ড ওয়েভের আতঙ্ক, করোনার ভাইরাসের ডবল মিউটেশন নিয়ে চিন্তায় ১৮ রাজ্য

Google Oneindia Bengali News

ডবল মিউটেশনের নতুন করোনা ভাইরাসের সংক্রমণ এবার চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের৷ প্রায় ১৮টি রাজ্যে করোনার এই নয়া স্ট্রেনের সংক্রমণ এখনও পর্যন্ত দেখা গিয়েছে৷ এমন আরও অনেক রকমের করোনার স্ট্রেন দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্যমন্ত্রক৷ করোনার এই নয়া স্ট্রেনগুলি এতদিন মূলত বাইরের দেশে পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক৷ এই অবস্থায় দেশে করোনার দ্বিতীয় স্রোত হু হু করে বাড়বে বলেই মনে করা হচ্ছে৷

করোনার নয়া এই স্ট্রেন ভারতের বেশ কয়েকটি রাজ্যে পাওয়া গিয়েছে

করোনার নয়া এই স্ট্রেন ভারতের বেশ কয়েকটি রাজ্যে পাওয়া গিয়েছে

এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে করোনার নতুন একটি ডবল মিউটেশনের স্ট্রেন পাওয়া গিয়েছে৷ যা এখনও পর্যন্ত পরিসংখ্যানের হিসেবে শনাক্ত করা যায়নি৷ ফলে এখনই এটা বলা যাচ্ছে না, যে নয়া এই স্ট্রেনের ঠিক কীভাবে সংক্রমিত হচ্ছে৷ তবে, করোনার নয়া এই স্ট্রেন ভারতের বেশ কয়েকটি রাজ্যে পাওয়া গিয়েছে৷

৩৪টি দক্ষিণ আফ্রিকান স্ট্রেন পাওয়া গিয়েছে দেশে

৩৪টি দক্ষিণ আফ্রিকান স্ট্রেন পাওয়া গিয়েছে দেশে

এখনও পর্যন্ত বিদেশ থেকে ভারতে করোনার যে স্ট্রেনগুলি প্রবেশ করেছে, সেই সংখ্যাটা সরকারিভাবে ১০ হাজার ৭৮৭৷ যার মধ্যে ব্রিটেনের স্ট্রেন পাওয়া গেছে ৭৩৬ জনের শরীরে৷ দক্ষিণ আফ্রিকান স্ট্রেন পাওয়া গিয়েছে ৩৪টি এবং এখনও পর্যন্ত ব্রাজিলের একটি স্ট্রেন পাওয়া গিয়েছে৷

নিষেধাজ্ঞা জারি রাজধানীতে

নিষেধাজ্ঞা জারি রাজধানীতে

এদিকে লকডাউনের বর্ষপূর্তির ঠিক একদিন আগে করোনা সংক্রান্ত একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার৷ নতুন নির্দেশিকায় রঙের উৎসবে লাগাম টানা হয়েছে৷ শব-ই-বরাত, নবরাত্রির মতো অনুষ্ঠানও প্রকাশ্যে পালন করা যাবে না৷ বাজার এলাকা এবং মলগুলিতে সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না সেদিকে কড়া নজর থাকবে৷

করোনার দ্বিতীয় ঢেউ!

করোনার দ্বিতীয় ঢেউ!

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এসে পড়ার ইঙ্গিত দিচ্ছে৷ ফের সংক্রমণ মাথাচাড়া দিয়ে ওঠায় দ্রুত পদক্ষেপ নিল দিল্লি সরকার৷ হোলি, শব-ই-বরাত এবং নবরাত্রি কোনও উৎসবেই প্রকাশ্যে মানুষের জমায়েত করে করা যাবে না৷ দিল্লি বিমানবন্দর, রেলস্টেশন এবং বাস স্টেশনগুলিতে ধরে ধরে করোনা পরীক্ষা করা হবে৷ নির্দেশিকায় জানানো হয়েছে, বেশি ভিড় হয় এমন বেসরকারি বাস স্টপগুলিতেও করোনা পরীক্ষা করা হবে৷ জেলাশাসক ও সিনিয়র পুলিশ আধিকারিকদের এই সংক্রান্ত সমস্ত নির্দেশ কড়াভাবে পালন করা কথা বলা হয়েছে৷ বিদেশ থেকে আগত পর্যটকদেরও র‍্যান্ডম করোনা পরীক্ষা হবে৷

<strong>মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে</strong>মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে

English summary
New double mutant coronavirus strain detected in 18 states of India along with 771 variants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X