For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের যোগী রাজ্যে ট্রেন দুর্ঘটনা! গভীর রাতে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস

ফের ট্রেন দুর্ঘটনা। এবারও যোগী রাজ্যে। গভীর রাতে উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয় নতুন দিল্লিগামী পূর্বা এক্সপ্রেস।

  • |
Google Oneindia Bengali News

ফের ট্রেন দুর্ঘটনা। এবারও যোগী রাজ্যে। গভীর রাতে উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয় নতুন দিল্লিগামী পূর্বা এক্সপ্রেস। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পূর্বা এক্সপ্রেসের ১২ টি কামরা লাইনচ্যুত হয়েছে।

গভীর রাতে ট্রেন দুর্ঘটনা

গভীর রাতে ট্রেন দুর্ঘটনা

ট্রেন এলাহাবাদ ছেড়ে কানপুরের দিকে যাচ্ছিল। কানপুর জেলার রুমা স্টেশনে কাছে রাত ১২ টা ৫০ নাগাদ বারোটি কামরা-সহ লাইনচ্যুত হয় দিল্লিগামী পূর্বা এক্সপ্রেস। যে কোচগুলি লাইনচ্যুত হয়েছে, তাদের মধ্যে রয়েছে, এস এইট, এস নাইন, বি ওয়ান থেকে বি ফাইভ, এইচ ওয়ান, এ ওয়ান, এ টু এবং প্যান্ট্রি কার। এছাড়াও একটি সিটিং কাম লাগেজ রেক লাইনচ্যুত হয়েছে।

(ছবি সৌজন্য: এএনআই)

ঘটনাস্থলে উদ্ধারকারী দল

খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যান জেলাশাসক-সহ অন্য আধিকারিকরা। এলাহাবাদ ও কানপুর থেকে
চিকিৎসকদের পাঠানো হয়। ট্রেনটিতে প্রায় ৯০০ যাত্রী ছিলেন।

ট্রেন চলাচলে প্রভাব

এদিকে এই ট্রেন দুর্ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ১৩ টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। কানপুর ও হাওড়ায় খোলা হয়েছে হেল্পলাইন। সেই নম্বর গুলি হল ১০৭২, ৯৪৫৪৪০৩৭৩৮, ৯৪৫৪৪০১০৭৫, ০৫১২-২৩৩৩৩১১১/১১২/১১৩

English summary
New Delhi bound Poorva Express derailed near Kanpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X