For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া করোনা স্ট্রেনের প্রাদুর্ভাবের জের! ভ্যাকসিনের উপাদানে রদবদলের কথা ভাবছে সিরাম

নয়া করোনা স্ট্রেনের প্রাদুর্ভাবের জের! ভ্যাকসিনের উপাদানে রদবদলের কথা ভাবছে সিরাম

  • |
Google Oneindia Bengali News

করোনার উৎস সন্ধানে নেমে ইতিমধ্যেই চিনের উহানে পৌঁছে গবেষণার কাজ শুরু করে ফেলেছে হু-এর বিশেষজ্ঞ দল। এবার এর মাঝেই নয়া স্ট্রেনের প্রভাবে ভ্যাকসিনে বদল আনার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। গবেষক মহল সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেনের বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনের সফলতা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন হু-বিজ্ঞানীরা। আর এর পরেই ভ্যাকসিনের উপাদানে রদবদল আনার কথা ভেবেছে পুনের সিরাম ইনস্টিটিউট, জানা গেছে এমনটাই।

সাবধানবাণী দিচ্ছে হু

সাবধানবাণী দিচ্ছে হু

এদিকে বিশ্বের নানাদেশে নানাপ্রকারে বিবর্তিত হয়েছে কোভিড ভাইরাস। আর তাতেই স্বাভাবিকভাবে হু-এর বিশেষ গবেষক দল (সেজ) বর্তমান ভ্যাকসিনগুলির কার্যকারিতার বিষয়ে প্রশ্ন তোলে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার প্রায় ২০০০ নাগরিকের উপর সমীক্ষা চালিয়ে যান যায় যে নতুন বি.১.৩৫১ স্ট্রেনের বিরুদ্ধে খুব একটা প্রতিরোধী নয় অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার 'কোভিশিল্ড'। আর এরপরেই দক্ষিণ আফ্রিকায় বন্ধ হয় এই ভ্যাকসিনের ব্যবহার।

 বছরের শুরু ৩৫ কোটি ভ্যাকসিন বন্টন

বছরের শুরু ৩৫ কোটি ভ্যাকসিন বন্টন

আন্তর্জাতিক সূত্রের খবর, পুনের এসআইআই ও অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে হু-এর চুক্তি অনুযায়ী, এ বছরের প্রথমভাগের মধ্যে প্রায় ৩৫কোটি ভ্যাকসিন সরবরাহের সিদ্ধান্ত নেয় 'কোভ্যাক্স ফেসিলিটি'। যদিও ভারতে ছাড়পত্র পেলেও এখনও পর্যন্ত বিশ্বে জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমতি পায়নি কোভিশিল্ড। বর্তমানে অক্সফোর্ডের ভ্যাকসিনে বদল আনার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ভারতে ব্যবহৃত ডোজগুলিকে নিয়ে উঠছে প্রশ্ন!

ব্রিটেনের নয়া স্ট্রেনে বাড়ছে আতঙ্ক

ব্রিটেনের নয়া স্ট্রেনে বাড়ছে আতঙ্ক

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুসারে, এখনও পর্যন্ত শুধুমাত্র ব্রিটেনের স্ট্রেনটিই এসে পৌঁছেছে ভারতে। যদিও দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের ক্রমশ শক্তিশালী হওয়ার খবরে বাড়ছে উত্তেজনা। ইতিমধ্যেই সীমান্তে জারি হয়েছে কড়া নজরদারি। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও আঁটোসাঁটো হয়েছে করোনা টেস্ট। পাশাপাশি এসবের মধ্যেই ভারতে 'কোভ্যাক্সিন'-এর সঙ্গে পাল্লা দিতে চাইছে 'কোভিশিল্ড'। তবে সাম্প্রতিক খবরে অক্সফোর্ডের ভ্যাকসিনকে নিয়ে যে বাড়ছে অনিশ্চয়তা, তাতে সন্দেহ নেই কোনো।

উত্তরাখণ্ডের বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, এখনও খোঁজ মিলল না বাংলার ৬ জনের উত্তরাখণ্ডের বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, এখনও খোঁজ মিলল না বাংলার ৬ জনের

English summary
Mutated coronavirus may cause changes in the components of the Serum Institute vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X