For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি

  • |
Google Oneindia Bengali News

ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ শুনানি শুরু হওয়ার পর আইনজীবী রাজীব ধওয়ান প্রশ্ন তোলেন ৩ সদস্যের জায়গায় কেন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বিচারপতি ললিতকে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান ২৯ জানুয়ারি ফের বসবে সাংবিধানিক বেঞ্চ। চূড়ান্ত শুনানির তারিখ ঠিক হবে ওই দিন।

 ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি

সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই সাংবিধানিক বেঞ্চের অপর বিচারপতিরা ছিলেন বিচারপতি এসএ ববদে, বিচারপতি এনভি রামানা, বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

এদিন শুনানি শুরুর পরেই সুন্নি ওয়াকফ বোর্জে আইনজীবী রাজীব ধওয়ান ৩ সদস্যের জায়গায় ৫ সদস্যের বেঞ্চ নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ললিত ১৯৯৪-৯৫ কল্যাণ সিং-এর আইনজীবী ছিলেন বলেও জানান জানান রাজীব ধওয়ান। এই সময় সে কথা স্বীকার করে নিয়ে বিচারপতি ললিত বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান বলে সূত্রের খবর। ফলে পিছিয়ে যায় শুনানি।

গত ছয় দশক ধরে পড়ে রয়েছে ভারতের সবথেকে বড় রাজনৈতিক এই মামলা। শাসক বিজেপির সদস্য, বেশ কিছু সহযোগী দল এবং দক্ষিণপন্থী একাধিক সংগঠন অর্ডিন্যান্সের মাধ্যমে সাধারণ নির্বাচনের আগেই রামমন্দির তৈরির কাজ শুরুর দাবি করেছিলেন। গতবছরেই সুপ্রিম কোর্ট এই মামলার তাড়াতাড়ি শুনানির দাবি খারিজ করে দেয়।

৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার আবেদন শোনা হয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চ ১০ জানুয়ারি শুনানি দিন ধার্য করেন।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি বাবরি মসজিদের ২.৭৭ একর বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, রামলালা এবং নিরেমাহী আখড়ার মধ্যে সমান তিনভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে।

English summary
New Constitutional bench will hear Ayodhya case after 29th January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X