For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নদীতে ভেসে এল বাক্সবন্দি জীবন্ত সদ্যোজাত কন্যা, চিরকুটে লেখা বার্তা ঘিরে তদন্তে পুলিশ

  • |
Google Oneindia Bengali News

'মহাভরত'-এ বর্ণিত রয়েছে কীভাবে কর্ণকে এতটি বেতের পেটিকাতে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন কুন্তী। সেই ঘটনার কথা যে কারোরই মনে পড়ে যেতে পারে ২০২১ সালে উত্তরপ্রদেশের গাজিপুরের ঘটনায়। যে গাজিপুরের গঙ্গায় এক সময় পর পর লাশ ভেসে এসেছে কিছু দিন আগে, সেই গাজিপুরে এবার ভেসে এল সদ্যোজাত জীবন্ত কন্যা সন্তান।

 প্রবল চাঞ্চল্য গাজিপুরের ঘাটে

প্রবল চাঞ্চল্য গাজিপুরের ঘাটে

লালচেলিতে মোড়া রয়েছে কাঠের বাক্সটি। উত্তরপ্রদেশের গাজিপুরের গঙ্গার পাড়ে এই বাক্স ঘিরেই শোরগোল পড়ে যায়। বাক্স খুলতেই দেখা যাচ্ছে তাতে মা দুর্গার একটি ছবি রয়েছে। আর তার সঙ্গেই রয়েছে একটি সদ্যোজাত কন্যাসন্তান। এমন বাক্স প্রথমে পেয়ে চমকে গিয়েছিলেন মাঝি গুল্লু চৌধুরী। পরবর্তীকালে তিনিই কাড়ছেন শিরোনাম।

 বাক্স থেকে মিলেছে চিরকুট

বাক্স থেকে মিলেছে চিরকুট

শুধু সদ্যোজাত সন্তানই নয়, বাক্সের মধ্যে ছিল একটি চিরকুট । যে চিরকুটে লেখা রয়েছে এই সন্তান গঙ্গা মায়ের সন্তান। শুধু তাই নয়। সঙ্গে রয়েছে সদ্যোজাতর একটি কোষ্ঠী।

 দাদরি ঘাটে তুমুল তোলপাড়

দাদরি ঘাটে তুমুল তোলপাড়

এদিকে, গুল্লু চৌধুরীর হাত উদ্ধার হওয়া এই সদ্যোজাত শিশুকে নিয়ে রীতিমতো তোলপাড় এলাকা। গাজিপুরের দাদরি ঘাটে এই কন্যা সন্তানের উদ্ধার হওয়ার খবর দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এই কন্যা আপাতত স্থানীয়দের কাছে ' গঙ্গাপুত্রী' হিসাবেই আলোচিত হচ্ছে।

 প্রশংসায় যোগী, তদন্তে পুলিশ

প্রশংসায় যোগী, তদন্তে পুলিশ

এদিকে, অবাক করা এই কাণ্ডের খবর পৌঁছেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। এই কন্যা সন্তানকে উদ্ধার করার জন্য তিনি মাঝি গুল্লু চৌধুরীকে ধন্য়বাদ জানান। এদিকে, কে বা কারা এই ছোট্ট শিশুকে এভাবে জলে ভাসিয়ে দিয়েছেন, তাদের খোঁজে নেমেছে পুলিশ। সব মিলিয়ে এই একরত্তি মেয়েকে ঘিরে শোরগোল গাজিপুর জুড়ে।

English summary
New born baby found Floating in Ganga within a wooden box in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X