For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম্পিউটার, স্মার্টফোনকে সুরক্ষা দেবে 'নমো অ্যান্টি-ভাইরাস'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নমো
নয়াদিল্লি, ২২ জুন: গুণমুগ্ধরা বলেন, তিনি দেশকে সুরক্ষা দেবেন। সেই আশা বুঝি আলোড়িত করেছে সাইবার দুনিয়াকেও। ভাইরাস হানার হাত থেকে কম্পিউটার, স্মার্টফোন বাঁচাতে বাজারে এলে নমো অর্থাৎ 'নরেন্দ্র মোদী অ্যান্টি-ভাইরাস'!

লোকসভা ভোটের আগে বা ভোট চলাকালীন বাজার মাত করেছিল নমো ট্যাবলেট, নমো রুটি, নমো কুর্তা ইত্যাদি। ভোট মিটে গেলেও তাঁর জনপ্রিয়তায় যে একটুকুও ভাটা পড়েনি, তা প্রমাণ হল নমো অ্যান্টি-ভাইরাস বাজারে আসায়।

যে সফটঅয়্যার কোম্পানি এর আবিষ্কর্তা, সেই ইনোভাজিওনের সিইও অভিষেক গগনেজা বলেন, "আমরা কোনও রাজনীতিক দলের পরামর্শে এই নামকরণ করিনি। আমি কোনও রাজনীতিক দলের সদস্য়ও নই। এই নামকরণ করে বিপলু জনাদেশে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছি শুধু। আমরা এই সরকারকে এই বার্তাই দিতে চাই যে, আপনাদের থেকে দেশ অনেক কিছু আশা করে।"

তিনি জানান, "ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যার নিরিখে ভারত হল বিশ্বে তৃতীয়। কিন্তু ১৩ শতাংশ লোক লাইসেন্সযুক্ত বৈধ অ্যান্টি-ভাইরাস ব্যবহার করে। ৩০ শতাংশ লোক নকল অ্যান্টি-ভাইরাস কিংবা ট্রায়াল ভার্সান ব্যবহার করতে অভ্যস্ত। বাকি ৫৭ শতাংশের কম্পিউটাপ, ল্যাপটপ, স্মার্টফোনে কোনও অ্যান্টি-ভাইরাস সুরক্ষা নেই। আমাদের লক্ষ্য এই ৫৭ শতাংশ।" তাঁর বক্তব্য, নমো অ্যান্টি-ভাইরাসের বেসিক ভার্সানই এখন পাওয়া যাচ্ছে। এর ট্রায়াল ভার্সান আপনি ব্যবহার করতে পারবেন বিনা মূল্যে। কাজ চলছে অ্যাডভান্সড ভার্সান তৈরির। সেটা অবশ্য পয়সা দিয়ে কিনতে হবে বাজার থেকে। অন্যান্য অ্যান্টি-ভাইরাস যে পদ্ধতিতে ডাউনলোড করতে হয়, এক্ষেত্রেও সেই একই পদ্ধতি অনুসরণ করতে হবে।

প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে কাজ শুরু করে এই ইনোভাজিওন। এখন আমেরিকা, ব্রিটেন, জার্মানি, কানাডা, রোমানিয়া, চীন ও সিঙ্গাপুরেও ভালো ব্যবসা করছে তারা। সদ্য আবিষ্কৃত নমো ভাইরাসও বাজার কাঁপাবে বলে আশা অভিষেক গগনেজার।

English summary
New anti-virus by Innovazion named after Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X