For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাফিক নিয়ম ভাঙলে আর রক্ষে নেই, রাস্তায় কী করলে অপেক্ষা করছে বিপদ, জেনে নিন একনজরে

সংশোধিত মোটর ভেহিকেলস বিল অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেল।

  • |
Google Oneindia Bengali News

সংশোধিত মোটর ভেহিকেলস বিল অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেল। ট্রাফিক নিয়ম ভাঙলেই কড়া জরিমানার ব্যবস্থা করা হয়েছে। এমার্জেন্সি ভেহিকেলসকে রাস্তা না ছাড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার সংস্থান করা হয়েছে নতুন বিলে। এমনই বেশ কয়েকটি কড়া নিয়ম আনা হয়েছে চালকদের জন্য।

নাবালক বয়সে ড্রাইভিং, ওভার স্পিডিং বা নির্ধারিত সীমার ওপরে গতিতে যাতায়াত, মদ্যপান করে গাড়ি চালানো, ওভারলোড, ভয়ঙ্করভাবে গাড়ি চালানো ইত্যাদির জন্য নিয়ম অত্যন্ত কড়া করা হয়েছে।

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় চলা ট্যাক্সির ওপরেও কড়া নিয়ম লাগু করা হয়েছে। লাইসেন্স সম্পর্কিত নিয়ম ভাঙলেই ১ লক্ষ টাকা পর্যন্ত ফাইন হতে পারে। একনজরে দেখা যাক কী কী করলে বিপদ রয়েছে।

কেমন জরিমানার অঙ্ক

কেমন জরিমানার অঙ্ক

ওভার স্পিডিং - জরিমানা ১ থেকে ২ হাজার টাকা জরিমানা

ইনস্যুরেন্স ছাড়া গাড়ি চালানো - ২ হাজার টাকা জরিমানা

হেলমেট ছাড়া গাড়ি চালানো - ১ হাজার টাকা জরিমানা ও তিন মাস লাইসেন্স সাসপেন্ড

সিটবেল্ট না বেঁধে চালালে - ১ হাজার টাকা জরিমানা

বেশি অঙ্কের জরিমানা

বেশি অঙ্কের জরিমানা

অস্বীকৃত গাড়ি লাইসেন্স ছাড়া চালাতে - ৫ হাজার টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া গাড়ি চালালে - ৫ হাজার টাকা জরিমানা

বাতিলের পরও গাড়ি চালিয়ে ধরা পড়লে - ১০ হাজার টাকা জরিমানা

ভয়ঙ্করভাবে গাড়ি চালালে - ৫ হাজার টাকা জরিমানা

মদ্যপান করে গাড়ি চালালে - ১০ হাজার টাকা জরিমানা

গাড়ি ওভারলোড করলে - ২০ হাজার টাকা জরিমানা

নাবালকেরা ধরা পড়লে

নাবালকেরা ধরা পড়লে

নাবালকেরা গাড়ি চালিয়ে ধরা পড়লে অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা ও সঙ্গে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। একইসঙ্গে গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল হবে।

English summary
New and very strict revised Motor Vehicles Bill gets cabinet nod, know the rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X