For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দায়িত্ব নিয়েই রণংদেহি মেজাজে নতুন বায়ুসেনা প্রধান, কড়া হুঁশিয়ারি চিন-পাকিস্তানকে

দায়িত্ব নিয়েই রণংদেহি মেজাজে নতুন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী

  • |
Google Oneindia Bengali News

দায়িত্ব নিয়েই রণং দেহি মেজাজে বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী। এবার নাম না করে চিন (China) ও পাকিস্তানের (Pakistan) তুলোধনা করলেন তিনি। সেই সঙ্গে ভারতীয় বায়ুসেনার(Indian Air force) ক্ষমতা নিয়েও ছাড়লেন হুঙ্কার। বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরীর (Air Chief Marshal VR Chaudhari) দাবি শত্রুদের ঘরে ঢুকে মেরে আসার ক্ষমতা রয়েছে ভারতীয় বায়ুসেনার। তাই দুদিক আক্রমণ এলেও তার মোকাবিলা করতে প্রস্তুত ভারতের বীর জওয়ানেরা।

লাদাখ উত্তেজনার রেশ এখনও কাটেনি

লাদাখ উত্তেজনার রেশ এখনও কাটেনি

প্রসঙ্গত উল্লেখ্য লাদাখ উত্তেজনার রেশ এখনও কাটেনি। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উল্টো দিকে নিজেদের ভূখণ্ডে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে চিনা সেনা। এবার এনিয়েই মুখ খুললেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। বায়ু সেনার ৮৯ বছর পূর্তি উপলক্ষ্যে এক সভাতেই এবার চিন-পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন বায়ুসেনা প্রধান। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত নিয়্ন্ত্রণরেখার ওপারে চিনা ভূখন্ডের ৩টি বায়ুসেনা ঘাঁটিতে বসে রয়েছে চিনা সেনা। কিন্তু তৈরি রয়েছি আমরাও।

চাপ বাড়ছে বেজিংয়ের উপর

চাপ বাড়ছে বেজিংয়ের উপর

সহজ কথায় যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা। প্রসঙ্গত উল্লেখ্য, লাদাখ সীমান্তে চিনা সেনাবাহিনীর আগ্রাসন রুখতে 'কে-৯ বজ্র' মোতায়েন করল ভারত। যার ফলে এখন থেকে পাহাড়ি অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর লালফৌজের ঘাঁটিগুলি এই অত্যাধুনিক ও বিধ্বংসী কামানের ব়্যাডারে থাকবে। আর তাতেই চাপ বেড়েছে বেজিংয়ের উপর।

দুই দেশের মধ্যে প্রযুক্তিগত আদান-প্রদান নিয়ে উদ্বেগ

দুই দেশের মধ্যে প্রযুক্তিগত আদান-প্রদান নিয়ে উদ্বেগ

অন্যদিকে লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশে চিনা সেনার সম্ভার বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেনা প্রধান। এই প্রসঙ্গে তিনি বলেন, 'যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। তিব্বতের তিনটি এয়ার বেসে সম্ভার বাড়াচ্ছে চিন। আমরা এই সম্ভার মোকাবিলায় প্রস্তুত রয়েছি।" একইসঙ্গে তাঁর এও দাবি, "চিন এবং পাকিস্তানের যৌথ বোঝাপড়ায় আতঙ্কের কারণ নেই। তবে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত যে আদান-প্রদান, সেটা উদ্বেগের বিষয়ে। তবে যেকোনও পরিস্থিতির জন্য আমাদের সেনা প্রস্তুত রয়েছে।"

মুখ খোলেনি চিন-পাকিস্তান

মুখ খোলেনি চিন-পাকিস্তান

অন্যদিকে ভারতের রণকৌশল নিয়েও বেশ কিছু বদলের কথা শোনা যায় নতুন সেনা প্রধানের মুখে। এই প্রসঙ্গে আইএএফ প্রধান বলেন "ভারতের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়ানোর জন্য সেনার অন্যান্য শাখার সঙ্গে একসাথে কাজ করতে আগ্রহী বায়ুসেনা। তিনটি শাখার যৌথ পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার ফলে আমাদের যুদ্ধক্ষমতা সর্বাধিক বৃদ্ধি পাবে"। যদিও বায়ুসেনা প্রধানের হুঙ্কার শুনে এখনও বিশেষ উচ্চবাচ্য করেনি চিন-পাকিস্তান।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
New air force chief warns China, Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X