For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ লাখ কর্মী নিয়োগ করতে চলেছে সরকার, জানালেন মন্ত্রী

বছরে ৫ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার। কিন্তু প্রথম দফাতে তার কোনওকিছুই পূরণ করতে পারেননি।

Google Oneindia Bengali News

বছরে ৫ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। কিন্তু প্রথম দফাতে তার কোনওকিছুই পূরণ করতে পারেননি। এমনই অভিযোগ তুলেছিল বিরোধীরা। দ্বিতীয়দফায় তাই নতুন করে কর্মসংস্থান তৈরির উপর জোর দিয়েছে মোদী সরকার। সরকারি চাকরিতে নতুন সুযোগ তৈরি হচ্ছে। ৭ লাখ কর্মী নিয়োগ করতে চলেছে মোদী সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

কী বলছে কেন্দ্র

কী বলছে কেন্দ্র

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন বিভাগে মোট ৬,৮৩,৮২৩টি শূন্যপদ তৈরি হয়েছে। তারমধ্যে ৫,৭৪,২৮৯টি গ্রুপ সি, ৮৯,৬৩৮টি গ্রুপ বি এবং ১৯,৮৯৬টি গ্রুপ এ পদে নিয়োগ করা হবে। ২০১৮ সালের ১ মার্চ থেকে তৈরি হয়েছে এই শূন্যপদ গুলি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১,০৫,৩৩৮ টি শূন্যপদ পূরণ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

রেলে একাধিক শূন্যপদ

রেলে একাধিক শূন্যপদ

২০১৭-১৮ আর্থিক বর্ষে রেল একাধিক শূন্যপদ তৈরি হয়েছে। গ্রুপ ও এবং গ্রুপ সি স্তরে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়ছে। কর্মসংস্থান নিয়ে বিরোধীদের আক্রমণকে জবাব দিতে তিনি বলেছেন আগামী ২ বছরে আরও কর্মসংস্থান তৈরি হবে সরকারি ক্ষেত্রে।

শুরু হয়েছে প্রক্রিয়া

শুরু হয়েছে প্রক্রিয়া

ইতিমধ্যে ৪,০৮,৫৯১ টি শ্যূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কাজেই কর্মসংস্থান নিয়ে যে আক্রমণ বিরোধীরা শুরু করেছিলেন সেটা বন্ধ করতেই রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রীর এই বিবৃতি বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
New 7 Lakhs job opportunities for government jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X