For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিল ফুলে মজেছে টুইটার! ২০২০ কে খারাপ ‘ব্যাড জোক’ বলে রসিকতা নেটিজেনদের

এপ্রিল ফুলে মজেছে টুইটার! ২০২০ কে খারাপ ‘ব্যাড জোক’ বলে রসিকতা নেটিজেনদের

  • |
Google Oneindia Bengali News

করোনা সংকটে জেরবার গোটা বিশ্ব। এদিকে চলতি বছরের শুরু থেকেই একাধিক দেশে থাবা বসাতে শুরু করে করোনা নেই। বর্তমানে লকডাউনে প্রায় গোটা পৃথিবী। স্তব্ধ হয়ে রয়েছে মানবজীবন।

এপ্রিল ফুলে মজেছে টুইটার! ২০২০ কে খারাপ ‘ব্যাড জোক’ বলে রসিকতা নেটিজেনদের

একদিকে গৃহবন্দী অবস্থায় দিনের সিংহভাগ সময়ই নেটিজেৱনদের একাংশ ব্যয় করছে সোশ্যাল মিডিয়ায়। এবার এপ্রিলের প্রথম দিন অনেকেই যখন সোশ্যাল মিডিয়া বন্ধুদের বোকা বানাতে ব্যস্ত তখন ২০২০ সালকেই সবথেকে দীর্ঘায়িত ও খারাপ রসিকতা বলে ব্যঙ্গ করলেন অনেকে।

এদিকে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের থাবায় বিশ্ব ব্যাপী প্রাণ হারিয়েছেন প্রায় ৪২ হাজার মানুষ। পাশাপাশি আক্রান্তের সংখ্যা পৌঁছে গেচে প্রায় নয় লক্ষের কাছাকাছি। এটি মাথায় রেখেই অনেকে আজ এপ্রিল ফুল উদযাপনে বিশেষ উত্সাহ দেখাননি। গুগলের মতো সংস্থাগুলিও মহামারির কারণে তাদের ঐহ্যবাহী রসিকতার প্রতীক গুগল ডুডল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার মাঝেই এপ্রিস ফুলে কিছু লোক ২০২০ কেই সবথেকে খারাপ রসিকতা বলে ব্যঙ্গ করলেন। আসলে ২০২০ যেন আমাদের সকলকেই কোনও একটা প্রেক্ষাপটে বোকা বানিয়েছে !

English summary
netizens call 2020 a bad bad joke on april fool day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X