For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসে গেল 'নেতা অ্যাপ', এবার নেতা-সাংসদদের রেটিং করুন নিজেই, জানুন কীভাবে

শুক্রবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উদ্বোধন করলেন নেতা অ্যাপ-এর। এই অ্যাপের মাধ্যমে নিজের পছন্দের অথবা অপছন্দের নেতাকে রেটিং করতে পারবেন আপনি।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উদ্বোধন করলেন নেতা অ্যাপ-এর। এই অ্যাপের মাধ্যমে নিজের পছন্দের অথবা অপছন্দের নেতাকে রেটিং করতে পারবেন আপনি। অ্যাপ প্রস্তুতকারী সংস্থার দাবি, এর ফলে রাজনৈতিক দল ও তার নেতাদের গ্রহণযোগ্যতা বাড়বে। পাশাপাশি এটাও প্রতিফলিত হবে একজন নেতার পারফরম্যান্স জনতা কীভাবে নিচ্ছে।

এসে গেল নেতা অ্যাপ, এবার নেতা-সাংসদদের রেটিং করুন নিজেই

এই অ্যাপের উদ্বোধনের অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, নাসিম জাইদি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার, বিজেপি নেতা মুরলী মনোহর জোশী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই অ্যাপ শুধু ভোট দেওয়াই নয়, ভোটারদের নানা দিক থেকে তথ্য জুগিয়ে সাহায্য করবে। পাশাপাশি কোন নেতাকে জনতা পছন্দ করছে সেই সম্পর্কে বিভিন্ন দলও ফিডব্যাক পাবে। যার ফলে সঠিক নেতা বাছতে সুবিধা হবে রাজনৈতিক দলগুলিরও।

উদ্বোধন করতে গিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, এই অ্যাপ এককথায় অসাধারণ। দেশের গণতন্ত্রকে এটি অন্য উচ্চতায় এটি নিয়ে যেতে পারে। কেজরিওয়াল বলেন, জনপ্রতিনিধিদের পারফরম্যান্স বিচার করে রাজনৈতিক দলও তাদের প্রার্থী বাছতে পারবে।

প্রসঙ্গত, এই অ্যাপটি তৈরি করেছেন প্রথম মিত্তল। নেতা অ্যাপের মাধ্যমে জনতা তাদের পছন্দের নেতাকে বেছে নিতে পারবে। প্রয়োজন হলে পরে নিজেদের পছন্দ পাল্টে অন্য কাউকেও ভোট দিতে পারবে।

English summary
Neta App launched, a tech platform that allows voters to rate MPs and MLAs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X