For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সঙ্গে আরও দূরত্ব বাড়াচ্ছে নেপাল! এবার বাতিল করল সেনা মহড়াও

বিমস্টেক দেশগুলিকে নিয়ে একসঙ্গে যৌথ সেনা মহড়া হওয়ার কথা সোমবার থেকে। ভারতের পুনেয় সেই মহড়ায় বাকী সদস্য দেশ অংশ নিলেও নাম তুলে নিল নেপাল।

  • |
Google Oneindia Bengali News

বিমস্টেক দেশগুলিকে নিয়ে একসঙ্গে যৌথ সেনা মহড়া হওয়ার কথা সোমবার থেকে। ভারতের পুনেয় সেই মহড়ায় বাকী সদস্য দেশ অংশ নিলেও নাম তুলে নিল নেপাল। সেদেশের প্রধানমন্ত্রী কেপি ওলির প্রেস অ্যাডভাইজার কুন্দন আরইয়াল একথা জানিয়েছেন। সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে হতে চলা সেনা মহড়ায় নেপাল অংশ নিচ্ছে না, স্পষ্ট করেছেন তিনি।

নেপাল এবার ভারতে বাতিল করল সেনা মহড়াও

তবে কেন নেপাল আচমকা নাম তুলে নিল তা নিয়ে মুখ খুলতে চাননি কুন্দন। নেপালে কমিউনিস্ট পার্টি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। নেপালে বিরোধের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রী কেপি ওলিকে।

বলা হয়েছে, নেপাল ও ভারতের মধ্যে কোনও কূটনৈতিক বা রাজনৈতিক সন্ধি নেই। নেপালি বিশেষজ্ঞরাও দাবি করেছিলেন, সেনা মহড়ায় অংশ নিয়ে নেপালের কোনও লাভ নেই।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এসবি আস্থানার মতে নেপালে ভারত বিরোধী ভাবনা বাড়ছে। যার ফলে এই সিদ্ধান্ত হতে পারে।

দুদিন আগেই চিনের সঙ্গে চারটি বন্দর ব্যবহারের চুক্তি করেছে নেপাল। আগে ভারতের দুটি বন্দরই নেপাল ব্যবহার করত। কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর। এবার চিনের চারটি বন্দর নিয়ে বিদেশের সঙ্গে বাণিজ্য করতে পারবে নেপাল। ফলে ভারতের উপরে অতি নির্ভরতা কিছুটা কাটিয়ে ওঠা যাবে।

English summary
Nepal pulls out of the first ever military drill of BIMSTEC nations in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X