For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কিংবা এনডিএ কারও সরকার নয়! অঙ্ক দিয়ে বুঝিয়ে দিলেন সনিয়া ঘনিষ্ঠ নেতা

লোকসভা নির্বাচনের পরে এনডিএ কিংবা বিজেপি কেউই সরকার গঠন করতে পারবে না। এদিন এমনটাই দাবি করলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের পরে এনডিএ কিংবা বিজেপি কেউই সরকার গঠন করতে পারবে না। এদিন এমনটাই দাবি করলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনি বলেন, নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন্দ্রে অবিজেপি এবং অএনডিএ সরকার গঠিত হবে বলে দাবি করেছেন তিনি।

'বিজেপি কিংবা এনডিএ সরকার নয়'

'বিজেপি কিংবা এনডিএ সরকার নয়'

শেষ পর্যায়ের নির্বাচন বাকি রয়েছে। তাই আগের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, কেন্দ্রে বিজেপি কিংবা এনডিএ কেউই সরকার গড়তে পারবে না।

'কংগ্রেসের লক্ষ্য এনডিএ-কে ক্ষমতা থেকে দূরে রাখা'

'কংগ্রেসের লক্ষ্য এনডিএ-কে ক্ষমতা থেকে দূরে রাখা'

গুলাম নবি আজাদ বলেন, এটা ভাল হয় যদি কংগ্রেস নেতার নামে বিরোধীদের মধ্যে সহমত তৈরি হয় প্রধানমন্ত্রীত্ব নিয়ে। তবে অন্য কারও প্রধানমন্ত্রীত্বের পথে তারা অন্তরায় হবেন না বলেও জানিয়েছেন তিনি। গুলাম নবি আজাদ বলেন, কংগ্রেসের একমাত্র লক্ষ্য হল এনডিএকে ক্ষমতা থেকে দূরে রাখা।

'বিজেপি নেমে যাবে ১২৫-এ'

'বিজেপি নেমে যাবে ১২৫-এ'

এই কংগ্রেস নেতার দাবি, এই নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ১২৫-এ নেমে যাবে। তবে নির্বাচনে কংগ্রেস কতগুলি আসন জিতবে সেই প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি হননি। কৃষক, যুব, মহিলা, শ্রমিক, সবাই এই সরকারের সময়ে উপেক্ষিত বলে অভিযোগ করেন তিনি।

কলকাতায় বিদ্যাসাগরের মূর্তিভাঙার ঘটনার নিন্দা করেছেন গুলাম নবি আজাদ। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।

English summary
Neither BJP nor NDA will form the government, claimed Ghulam Nabi Azad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X