For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেহরুই প্রথম শস্ত্র পুজো ট্রেন্ড সেট করেছিলেন, কংগ্রেসের সমালোচনার জবাবে ভাইরাল ভিডিও

বিজয়া দশমীর দিন ফ্রান্সে রাফাল বিমানের পুজো করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই নিলে তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল।

Google Oneindia Bengali News

বিজয়া দশমীর দিন ফ্রান্সে রাফাল বিমানের পুজো করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই নিলে তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল। বিজেপির এই শস্ত্র পুজোকে তামাশা বলে কটাক্ষ করেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

নেহরুই প্রথম শস্ত্র পুজো ট্রেন্ড সেট করেছিলেন, কংগ্রেসের সমালোচনার জবাবে ভাইরাল ভিডিও

এমনকী কংগ্রেসের তরফ থেকেও কটাক্ষ করা হয় রাজনাথের এই শস্ত্রপুজোকে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েেছ নেহরুর শস্ত্র পুজোর একটি ভিডিও। ১৯৪৮ সালের ১৪ মার্চ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নৌবাহিনীতে সামিল হওয়া নতুন রণতরী আনুষ্ঠানিক উদ্বোধনের সময় শস্ত্র পুজো করেছিলেন।

তার আগে কংগ্রেসের কটাক্ষের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা জবাবে বলেছিলেন, শস্ত্রপুজো ভারতের প্রাচীন ঐতিহ্য। বহুকাল ধরে সেটা চলে আসছে। বিজেপি প্রথম কোনও রাজনৈতিক দল নয়, যাঁরা এই পুজোয় অংশ নিয়েছে।

তারপরেই জওহরলাল নেহরুর শস্ত্রপুজোর ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এতে কংগ্রেসই অনেকটা বেকায়দায় পড়েছে। কারণ নেহরুর অস্ত্রপুজোর ভিডিও প্রমাণ করে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রীই প্রথম শস্ত্রপুজোর ট্রেন্ড সেট করেছিলেন।

[ হলদিয়া পেট্রোকেমে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু][ হলদিয়া পেট্রোকেমে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু]

English summary
Nehru participating in Shastra puja first in india, not Rajnath Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X