For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'১০ দিনের হেয়ার অয়েল'-- ফিরে পান হারানো চুলের নতুন সৌন্দর্য, কী ভাবে, জেনে নিন

চুলের সমস্যার স্থায়ী সমাধান পেতে নিয়ে আসুন হেয়ার অয়েল। ১০ দিনেই এই তেলে মেখে ফিরিয়ে আনুন চুলের স্বাভাবিক ও স্বাস্থ্য-সম্মত সৌন্দর্য।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

চুলের সমস্যা বড় সমস্যা। তাই চুল নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। অকাল-পক্কতা থেকে চুল পড়া, অল্প বয়সে টাক- এ-তো এখনকার দিনে নিত্য ঝামেলা। চুলের সমস্যায় কারোর কারোর প্রেম পর্যন্ত ভেঙে গিয়েছে। এমনকী, ভালো কেশবতী কন্যা এবং ভালো কেশ বিন্যাসের ছেলে-- বিয়ের বাজারেও এদের কদর যথেষ্ট। সেখানে টাক মাথার ছেলে বা পাতলা চুলের কন্যায় এখনও বিয়ের বাজারে রয়েছে হাজারো ছুৎমার্গ।

চুল মানে তবে যে শুধুই সৌন্দর্য- তা নয়। ভালো এবং সুন্দর-স্বাস্থ্যসম্মত চুল একজনের ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। কিন্তু, দিনের পর দিন বেড়ে চলা দূষণ, ভেজাল খাবার ভক্ষণ এবং ইঁদুর-দৌঁড়ের জীবনে আমরা কেউই চুলের সেভাবে যত্ন করতে পারি না। এর সঙ্গে রয়েছে থাইরয়েড, টেনশন, কেমোথেরাপি থেকে শুরু করে অ্যানিমিয়া, ভিটামিনের অভাব, সুগার-এর মতো ভয়ঙ্কর সব রোগ আর চিকিৎসা পদ্ধতি। যার নিট ফল চুলের দফা-রফা অবস্থা। এই সমস্যার সমাধানই বাতলে দিচ্ছে 'হেয়ার অয়েল'। মাত্র ১০ দিনেই ফিরিয়ে দিচ্ছে স্বাভাবিক-সুন্দর-স্বাস্থ্যসম্মত চুল।

'হেয়ার অয়েল' হল একটি আয়ুর্বেদিক তেল। চুল পড়ার সমস্যা প্রতিরোধ করা থেকে অকাল-পক্কতা, খুসকি সমস্যার সমাধান, চুলের বৃদ্ধি প্রবণতাকে ফিরিয়ে আনা এবং টাকেও চুল গজাতে সাহায্য করে এই 'হেয়ার অয়েল'। এই আয়ুর্বেদিক চুলের এমনই গুণ যে তিন বছরের টাকেও অনায়াসে গজিয়ে তুলতে পারে চুল। এই মুহূর্তে ভারতবর্ষে দ্রুতগতিতে জনপ্রিয় হচ্ছে কেরলে তৈরি হওয়া 'হেয়ার অয়েল'।

'১০ দিনের হেয়ার অয়েল'-- ফিরে পান হারানো চুলের নতুন সৌন্দর্য, কী ভাবে, জেনে নিন

ইতিমধ্যেই দেশের ২০ হাজার পিনকোডে 'হেয়ার অয়েল' ডেলিভারি করা হয়েছে। অর্ডার করার মাত্র ৫ থেকে ৭ দিনের মধ্যে গ্রাহকের হাতে পৌঁছে যাচ্ছে 'হেয়ার অয়েল'। স্মুথ ডেলিভারি-তে আরও দ্রুততা আনতে 'ইকম এক্সপ্রেস' নামে দেশের একটি প্রথমসারির লজিস্টিক সংস্থার সঙ্গেও সম্প্রতি গাঁটছাড়া বেঁধেছে 'হেয়ার অয়েল'।

কেরলে তৈরি 'হেয়ার অয়েল' এমন একটি আয়ুর্বেদিক তেল যার মান এবং গুণের স্বীকৃতিও মিলেছে। যার জন্য 'হেয়ার অয়েল'-এর সঙ্গে রয়েছে আইএসও এবং জিএমপি ম্যানুফ্যাকচারিং সার্টিফিকেট। ইতিমধ্যে ১ হাজারেরও বেশি মানুষ 'হেয়ার অয়েল'-কে চুলের সমস্যা সমাধানের উপায় বলে মেনে নিয়েছেন। সুতরাং, আপনিও এই সুযোগ হাতছাড়া করবেন না। ভালো ও সুন্দর চুল পেতে এবং চুলের সমস্যাকে গুডবাই জানাতে নিয়ে আসুন 'হেয়ার অয়েল'। আর এই তেলটি কেনার পর আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। 'হেয়ার অয়েল' ব্যবহারের অভিজ্ঞতা পাবলিক প্ল্যাটফর্মেও শেয়ার করুন।

English summary
There are many reasons for hair loss such as Thyroid disease, chemotherapy, protein deficiency, anaemia, and low vitamin levels which may cause hair loss.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X