For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশজুড়ে ১৭ জুন চিকিৎসকদের বনধের ডাক! NRS কাণ্ডে এবার ময়দানে IMA

এনআরএস কাণ্ডের আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশের চিকিৎসক মহলে। দেশ জুড়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। সমর্থন উঠে আসছে চিকিৎসকদের দাবির সমর্থনে।

  • |
Google Oneindia Bengali News

এনআরএস কাণ্ডের আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশের চিকিৎসক মহলে। দেশ জুড়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। সমর্থন উঠে আসছে চিকিৎসকদের দাবির সমর্থনে। তবে চিকিৎসা পরিষেবা এই গোটা ঘটনার জেরে কার্যত মুখ থুবড়ে পডে়ছে।

এনআরএস কাণ্ডের এবার ময়দানে IMA! ১৭ জুন বনধের ডাক

আাগামী ১৭ জুন গোটা দেশে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সোমবার ১৭ জুন সারা দেশের হাসপাতালগুলিতে পরিষেবা বন্ধের ঘোষণা করে আইএমএ। দেশের সমস্ত চিকিৎসা ক্ষেত্রে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তবে এই কর্মবিরতির আওতা থেকে বাদ থাকবে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা। তবে বন্ধ থাকবে আউটজডোর সব অন্যান্য পরিষেবা।

প্রসঙ্গত, এআরএস মেডিক্যাল কলেজে চিকিৎসকদের ওপর রোগীর পরিবারের হামলা ও তার প্রতিবাদে চিকিৎসকদের ধরনায় শামিল হয়েছে গোটা দেশের চিকিৎসক মহল। চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস ছাড়াও ৬ দফা দাবি রয়েছে চিকিৎসক মহলের। নাম দেখে চিকিৎসা করা হচ্ছে, বলে যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন,তা অবিলম্বে মুখ্যমন্ত্রীকে প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন এনআরএসএর জুনিয়র চিকিৎসকরা। একদিকে, মুখ্যমন্ত্রী একদিকে অনড়, অন্যদিকে চিকিৎসকরা অনড় নিজেদের দাবিতে। মআর এর জেরে হয়রানির শিকার হচ্ছে রোগীর পরিবার।

English summary
ndian Medical Association to hold nationwide strike on June 17.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X