For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ ৩৩৯ থেকে ৩৬৫টি আসন, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা

ক্লিন সুইপ বোধহয় একেই বলে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী ২০১৯-এ ৩৩৯ থেকে ৩৬৫টি আসন নিয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

  • |
Google Oneindia Bengali News

ক্লিন সুইপ বোধহয় একেই বলে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী ২০১৯-এ ৩৩৯ থেকে ৩৬৫টি আসন নিয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। গত বারের থেকে ৭ শতাংশ বেশি অর্থাৎ ৪৫ শতাংশ ভোট পেয়ে এবারও সুপার ডুপার হিট নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি।

অন্যদিকে, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র ভোট বাড়ছে ৪ শতাংশ। তা সত্ত্বেও ২৭ শতাংশ ভোট ও ৭৭ থেকে ১০৮টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রাহুল গান্ধীদের। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়ে কংগ্রেস বিধানসভা নির্বাচন জিতলেও লোকসভায় দাঁত ফোঁটাতে পারবে না বলেই ধারণা। কেন এই ফলাফল এক নজরে দেখা যাক।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী গত বারের মতোই ৩৮ থেকে ৪২টি আসন জিততে চলেছে বিজেপি। সেখানে কংগ্রেস মাত্র ৬ থেকে ১০টি আসন জিততে পারে বলেই সমীক্ষায় জানানো হয়েছে।

গুজরাত

গুজরাত

বিধানসভা নির্বাচনে আসন হারালেও লোসকভা নির্বাচনে নরেন্দ্র মোদীর গুজরাতে ছক্কা হাঁকাতে চলেছে বিজেপি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী এরাজ্যে ২৫ থেকে ২৬টি আসন জিততে চলেছে গেরুয়া শিবির।

গোয়া

গোয়া

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, গোয়ার ২টি আসনেই জিতছে বিজেপি।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

বিধানসভা নির্বাচনের সব হিসেব উল্টে লোকসভায় বিজেপিকে ২৬ থেকে ২৮টি আসন দিতে চলেছে মধ্যপ্রদেশের মানুষ।

রাজস্থান

রাজস্থান

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী লোকসভা নির্বাচনে রাজস্থানে এবারও সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি।

ছত্তিশগঢ়

ছত্তিশগঢ়

বিধানসভায় কংগ্রেস চোখ ধাঁধাঁনো ফল লোকসভায় কোনো প্রভাব ফেলতে পারল না ছত্তিশগঢ়ে। মধ্য ভারতের আই রাজ্যে বিজেপি ৭ থেকে ৮টি এবং কংগ্রেস ৩ থেকে ৪টি আসন পাবে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় জানানো হয়েছে।

দিল্লি

দিল্লি

রাজধানীতেও জয়জয়কার বিজেপি-রই। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, দিল্লির ৭টি আসনেই জিততে চলেছে গেরুয়া ব্রিগেড।

পাঞ্জাব

পাঞ্জাব

একমাত্র এই রাজ্য়েই ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্ব নিজেদের দুর্গ অক্ষত রাখতে সক্ষম হচ্ছে কংগ্রেস। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী উত্তরের এই রাজ্যে ৮ থেকে ৯টি আসন জিততে চলেছেন রাহুল গান্ধীরা। ৩ থেকে ৫টি আসন জিততে পারে বিজেপি।

হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরেও নমো হাওয়া রুখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা।

English summary
NDA will win 339 to 365 seats, said India Today-Axis Exit poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X