For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ সালে কেন্দ্রে ক্ষমতায় ফিরবেন মোদীই, একশো ছুঁতে পারবে না কংগ্রেস, বলছে সমীক্ষা

ইস্যু একাধিক থাকলেও কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা ভোটের পর সরকার থাকবে নরেন্দ্র মোদীরই।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে একাধিক ইস্যু রয়েছে। রাফায়েল বিমান থেকে টাকার দাম পড়ে যাওয়া। কালো টাকা থেকে শুরু করে বড় শিল্পপতিদের ঋণখেলাপি করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া। আমজনতার নাভিশ্বাস বাড়িয়ে জ্বালানির দাম বাড়া, এলপিজির দাম বাড়া, এছাড়া টাকার দাম পড়ে যাওয়া। তবে ঘটনা হল - ইস্যু একাধিক থাকলেও কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা ভোটের পর সরকার থাকবে নরেন্দ্র মোদীরই। এমনটাই বলছে এবিপি নিউজের সমীক্ষা।

২০১৯ সালে কেন্দ্রে ক্ষমতায় ফিরবেন মোদীই, একশো ছুঁতে পারবে না কংগ্রেস, বলছে সমীক্ষা

২০১৪ সালে নরেন্দ্র মোদী ঝড়ে সারা দেশে বিরোধীরা কুপোকাত হয়েছিল। একার দক্ষতায় কেন্দ্রে সরকার গঠন করার জায়গায় পৌঁছে গিয়েছিল বিজেপি। এনডিএ সঙ্গীদের পাশে নিয়ে বিজেপি তিনশোর বেশি আসন পেয়েছিল।

এবার লোকসভা ভোটে এখনও অনেকটা উত্থান-পতন হবে। তবে এবিপির বর্তমান সমীক্ষা তৈরি হয়েছে, সারা দেশে এই মুহূর্তে বিজেপি ও এনডিএ-র সঙ্গে কারা রয়েছেন। এবং কংগ্রেস ও ইউপিএ-র মধ্যে কোন কোন দল রয়েছে। সেই হিসাবে সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে।

তাতে দেখা যাচ্ছে, লোকসভায় মোট আসনের নিরিখে এনডিএ ফের একবার কেন্দ্রে ২৭৬টি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে। আর ইউপিএ পেতে পারে ১১২টি আসন।

[আরও পড়ুন: বিহারে বড় ফ্যাক্টর ছোট দলগুলি! যদিও লোকসভা ভোটে অ্যাডভান্টেজ এনডিএ-র, দেখুন কী বলছে সমীক্ষা][আরও পড়ুন: বিহারে বড় ফ্যাক্টর ছোট দলগুলি! যদিও লোকসভা ভোটে অ্যাডভান্টেজ এনডিএ-র, দেখুন কী বলছে সমীক্ষা]

এবিপি সমীক্ষা বলছে, এনডিএ ও ইউপিএ-র বাইরে থাকা দলগুলি সবমিলিয়ে সারা দেশে ১৫৫টি আসন পাবে। ফলে তৃতীয় ফ্রন্ট বা ফেডেরাল ফ্রন্টের যে স্বপ্ন কংগ্রেস বা বিজেপি বিরোধীরা দেখছেন, তাঁদের কেন্দ্রে সরকার গঠনের কোনও সম্ভাবনা নেই।

দেখা যাচ্ছে, এনডিএ-র ২৭৬টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৪৮টি আসন। ২০১৪ সালে সেই সংখ্যা ছিল ২৮২ টি। ফলে বিজেপির আসন কমলেও কংগ্রেস সেখানে বাজি মারতে পারছে না।

[আরও পড়ুন:উত্তরপ্রদেশে মহাজোট হলে কেন্দ্রে গদি হারাবেন মোদী, বলছে এবিপির সমীক্ষা][আরও পড়ুন:উত্তরপ্রদেশে মহাজোট হলে কেন্দ্রে গদি হারাবেন মোদী, বলছে এবিপির সমীক্ষা]

সমীক্ষা বলছে, ইউপিএ-র মোট ১১২টি আসনের মধ্যে কংগ্রেস ৮০টি আসন পেতে পারে। অর্থাত ফের একবার কংগ্রেস একশোর গণ্ডীও পেরোতে পারছে না। এছাড়া ইউপিএ জোটসঙ্গীরা ৩২টি আসন পাবে।

English summary
NDA will form govt again in centre after 2019 Lok Sabha Elections, says ABP- C Voter survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X