For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিপাবলিক টিভি-সি ভোটার সমীক্ষায় রয়েছে কোন চমক, জেনে নিন একনজরে

রিপাবলিক টিভি-সি ভোটার সমীক্ষায় রয়েছে একের পর এক চমক।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আর হয়ত দুই মাসও বাকী নেই। ফেব্রুয়ারি পড়লেই দিন ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। জুন মাসের মধ্যে তৈরি হয়ে যাবে নতুন সরকার। ফলে হাতে রয়েছে মাত্র কয়েকটি মাস। তার আগে একেবারে শেষ মুহূর্তে জনমত সমীক্ষা পেশ করেছে বেশ কয়েকটি সংস্থা। তাতে বেশ চমকপ্রদ ফলাফল উঠে এসেছে। রিপাবলিক টিভি-সি ভোটার সমীক্ষায় রয়েছে একের পর এক চমক। একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

এনডিএ এখনও সবচেয়ে বড় দল

এনডিএ এখনও সবচেয়ে বড় দল

৫৪৩ টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ ২৩৩টি আসন এবছর পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা থেকে যা ৩৯টি কম। এবং গত নির্বাচনে পাওয়া আসনের চেয়ে ১০৩টি কম। তবুও সবচেয়ে বড় দল হিসাবে উঠে আসছে কংগ্রেস।

মোদীর বিরুদ্ধে বড় ফ্যাক্টর নেই

মোদীর বিরুদ্ধে বড় ফ্যাক্টর নেই

বিরোধীদের ১৮ দলের জোট বিভিন্ন প্রদেশে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নাগাড়ে সমালোচনা। তা সত্ত্বেও এখনও মোদী হটাও প্রচার সেভাবে জোর পায়নি। কলকাতায় বিরোধী জোটের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজ্যে সেই সভা হতে চলেছে। ইউপিএ-ও নিজের মতো করে প্রচার শুরু করে দিয়েছে। তা সত্ত্বেও সবমিলিয়ে মোদীর বিপক্ষে হাওয়া এখনও জোরালো নয়।

আঞ্চলিক দলের সুবিধা

আঞ্চলিক দলের সুবিধা

বিজেপি বিরোধী অ-কংগ্রেসী দলগুলি বড় ভূমিকা এবারের ভোটে পালন করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, কেসি আর, জগন্মোহন রেড্ডি, অখিলেশ যাদব, মায়াবতীরা বড় খেলোয়াড় হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে ভোট পরবর্তী জোট সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

কংগ্রেস অস্তাচলে তাই প্রবেশ প্রিয়াঙ্কার

কংগ্রেস অস্তাচলে তাই প্রবেশ প্রিয়াঙ্কার

কংগ্রেস সেভাবে লাভ করতে পারছে না সমীক্ষায় সেটাই উঠে এসেছে। তিন রাজ্যে বিধানসভা নির্বাচন জিতলেও ডিসেম্বরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৭১ টি আসন পাবে বলে ঠিক ছিল। জানুয়ারিতে তা কমে ১৬৭টিতে নেমে গিয়েছে। যার ফলে এই অধঃগতি আটকাতে প্রিয়াঙ্কা গান্ধীকে আসরে নামানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

এনডিএ-র ভোট পূর্ববর্তী জোট

এনডিএ-র ভোট পূর্ববর্তী জোট

বিজেপি ২০১৪ সালে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসে। তবে এবার সেরকম কিছু হবে না বলেই মনে করা হচ্ছে। চাই ভোটের আগেই কাদের সঙ্গে বিজেপি জোট বাঁধছে তা বেশ গুরুত্বপূর্ণ। সেখানেই বোঝা যাবে, বিজেপি কতটা এগিয়ে থাকছে।

মোদীর বিরুদ্ধে কে

মোদীর বিরুদ্ধে কে

বিজেপি এবারও নরেন্দ্র মোদীকে সামনে রেখে ভোটে লড়তে চলেছে। বিরোধীদের মধ্যে থেকে কে এগিয়ে এসে মোদীর মোকাবিলা করবে তা এখনও স্পষ্ট নয়। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকের নাম শোনা যাচ্ছে। তবে সঠিকভাবে বিরোধীরা কাউকে সামনে দাঁড় করাতে পারেননি এখনও।

English summary
NDA still stands strong as the single largest force, What Republic TV survey says overall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X