For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর আর একবার সুযোগ প্রাপ্য, মত অধিকাংশের, বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা

যদি এখনই লোকসভা নির্বাচন হয় তাহলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের ফের একবার সুযোগ পাওয়া উচিত।

  • |
Google Oneindia Bengali News

যদি এখনই লোকসভা নির্বাচন হয় তাহলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের ফের একবার সুযোগ পাওয়া উচিত। অন্তত ৬০ শতাংশ মানুষ তেমনটাই মনে করছেন। এই ভাবনাই উঠে এসেছে মুড অব দ্য নেশন সমীক্ষায়। লোকসভা নির্বাচনে এবার কড়া টক্কর হতে চলেছে এনডিএ ও ইউপিএ-র মধ্যে। পাশাপাশি অ-বিজেপি ও অ-কংগ্রেসী দলগুলিও বড় ভূমিকা পালন করতে চলেছে।

ইন্ডিয়া টুডের সমীক্ষা

ইন্ডিয়া টুডের সমীক্ষা

ইন্ডিয়া টুডে কার্ভি ইনসাইটস সমীক্ষায় উঠে এসেছে যে এখনই ভোট হলে ৬০ শতাংশ মানুষ এনডিএ-কে ভোট দেবেন ফের সরকার গড়ার জন্য। ৩২ শতাংশ মানুষ এনডিএ-কে বাছবেন না।

কত পাবে এনডিএ

কত পাবে এনডিএ

আসন রফার ক্ষেত্রে দেখা যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে এনডিএ সরকার ২৩৭টি আসন পেতে পারে। ২০১৪ লোকসভায় পাওয়া আসনের চেয়ে যা ৮৬টি কম।

কত পাবে ইউপিএ

কত পাবে ইউপিএ

এদিকে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ১৬৬টি আসন পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। যা ২০১৪ সালে পাওয়া আসনের চেয়ে ১০৬টি বেশি। এছাড়া অন্যান্য দল মিলে ১৪০টি আসন পেতে পারে। যা ২০১৪ সালের চেয়ে ১৩টি কম।

কার কত ভোট শেয়ার

কার কত ভোট শেয়ার

ভোট শেয়ারের দিক থেকে দেখলে দেখা যাচ্ছে ২০১৯ সালের ভোটে এনডিএ ৩৫ শতাংশ ভোট পেতে পারে। ইউপিএ পেতে পারে ৩৩ শতাংশ ভোট শেয়ার। এছাড়া অন্যান্যরা পেতে পারে ৩২ শতাংশ ভোট।

English summary
NDA should get another chance, reflects Mood of the Nation poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X