For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্চের সাম্প্রতিকতম সি-ভোটার সমীক্ষাও বলছে কেন্দ্রে ফের আসতে পারে মোদী সরকার! জানুন বিস্তারিত

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সারা দেশে ৪২ শতাংশ ভোট পেতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সারা দেশে ৪২ শতাংশ ভোট পেতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে। সেখানে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ৩০.৪ শতাংশ ভোট। মার্চের একেবারে সাম্প্রতিকতম সি-ভোটার সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। সংবাদসংস্থা আইএএনএসের হয়ে এই সমীক্ষা করেছে সি ভোটার। সেখানে দেখা যাচ্ছে এনডিএ ফের একবার ক্ষমতায় আসতে চলেছে।

সাম্প্রতিক সমীক্ষা

সাম্প্রতিক সমীক্ষা

সি ভোটার স্টেট অব দ্য নেশন মার্চ ২০১৯ সমীক্ষা ঠিক দিন দুয়েক আগে প্রকাশিত হয়েছে। তাতে ধরে ধরে ভোটারদের যাচাই করা হয়েছে। সবমিলিয়ে জানুয়ারি মাস থেকে ৫৪৩টি লোকসভার ৭০ হাজার মানুষের ওপরে সমীক্ষা চালানো হয়েছে।

জাতীয়তাবাদকে সামনে রেখে লড়াই

জাতীয়তাবাদকে সামনে রেখে লড়াই

এনডিএ এবছর জাতীয়তাবাদকে সামনে রেখে নির্বাচনে লড়বে। পাশাপাশি কর্মসংস্থানের হার ফিরিয়ে আনা, দুর্দশাগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো, অর্থনৈতিক সুবৃদ্ধি ইত্যাদি প্রচারের অঙ্গ হচ্ছে।

কোথায় কেমন ভোট শেয়ার

কোথায় কেমন ভোট শেয়ার

উত্তরপ্রদেশে বিরোধী সপা-বসপা মহাজোটের অংশ রাহুল গান্ধীর কংগ্রেস নয়। সেখানে বিজেপি ৩৫.৪ শতাংশ ভোট পেতে চলেছে বলে সমীক্ষায় উঠে এসেছে। এছাড়া বিহারে এনডিএ ৫২.৬ শতাংশ ভোট শেয়ার, রাজস্থানে ৫০.৭ শতাংশ ভোট শেয়ার ও গুজরাতে ৫৮.২ শতাংশ ভোট শেয়ার পেতে চলেছে।

সরকারে এনডিএ

সরকারে এনডিএ

তবে ঘটনা হল, সমীক্ষা বলছে, ভোটের ফলাফলের পর কেন্দ্রে এনডিএ সরকার গঠন করতে পারবে। কারণ সবমিলিয়ে ২৬১টি আসন এনডিএ পেতে পারে বলে উঠে এসেছে। এক্ষেত্রে ২৭২ আসনের ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে ভোট পরবর্তী জোটের দিকেই ঝুঁকতে হবে।

কারা দেবেন সঙ্গ!

কারা দেবেন সঙ্গ!

সেক্ষেত্রে কারা এনডিএ শিবিরের সঙ্গ দিতে পারেন? এক্ষেত্রে ওয়াইএসআর কংগ্রেস ১০টি লোকসভা আসন জিততে পারে। মিজো ন্যাশনাল ফ্রন্ট ১টি আসন জিততে পারে। বিজেডি ১০টি ও টিআরএস ১৬টি আসন জিততে পারে। সবমিলিয়ে এই ৩৭টি আসন এনডিএ-র সঙ্গে গেলে ২৯৮টি আসনে এনডিএ পৌঁছতে পারে। এমনটাই উঠে এসেছে সি ভোটারের সমীক্ষায়।

মহাজোট না হওয়ায় লাভ বিজেপির

মহাজোট না হওয়ায় লাভ বিজেপির

সমীক্ষায় উঠে এসেছে, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে এনডিএ ২৮টি পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৪টি আসন। কংগ্রেস যদি মহাজোটের অংশ হতো তাহলে ফলাফল শেষ মুহূর্তে গিয়ে অন্যরকম হতে পারত। তাতে এনডিএ জোটের আরও ৫২টি আসন কমে যেতে পারত।

English summary
NDA may reach near 300 seats mark, predicts IANS-C Voter 2019 recent survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X