For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে মোদী-নীতীশ আসন রফা চূড়ান্ত! লোকসভা নিয়ে ঘর গুছিয়ে ফেলল বিজেপি-জেডিইউ জোট

আগামী লোকসভা ভোটে কে কত আসনে লড়বে তা নিয়ে আগে থেকেই বিজেপির সঙ্গে জেডিইউ আসন সমঝোতা সেরে ফেলেছে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

এনডিএতে বিজেপির জোটসঙ্গী হিসাবে গতবছরই যোগ দিয়েছে জেডিইউ। একসময়ের সঙ্গী নীতীশ কুমার অভিমান করে এনডিএ ছেড়েছিলেন। তবে ফের একবার অমিত শাহদের ডাকে ফিরে এসেছেন। আগামী লোকসভা ভোটেও এনডিএ-র ছাতার তলায় থেকেই লড়বে নীতীশের দল। আর তাই আগে থেকেই বিজেপির সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলা হয়েছে বলে খবর।

বিহারে মোদী-নীতীশ আসন রফা চূড়ান্ত! লোকসভা নিয়ে ঘর গুছিয়ে ফেলল বিজেপি-জেডিইউ জোট

সূত্র মোতাবেক, ২০১৯ লোকসভা ভোটে বিজেপি বিহারের ২০টি আসনে, জেডিইউ ১২টি আসনে ও লোক জনশক্তি পার্টি ৫টি আসনে লড়বে। রাষ্ট্রীয় লোক ক্ষমতা পার্টি (আরএলএসপি) যদি এই জোটে নাম লেখায় তাহলে বিজেপির কোটা থেকে ২টি আসন তাদের দেওয়া হবে। আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহা সম্প্রতি যে ইঙ্গিত দিয়েছেন তাতে এনডিএ জোটে থেকেই যে তাঁরা লড়বেন তার স্পষ্ট বার্তা রয়েছে। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীকে যাতে দ্বিতীয় সুযোগ দেওয়া হয় সেজন্য তিনি জোর প্রচার চালাবেন। যার অর্থ আরএলএসপি-ও জোটের সঙ্গী হতে চলেছে।

[আরও পড়ুন:২০১৯-এর আগেই দলের প্রাক্তন হেভিওয়েট ফিরতে পারেন তৃণমূলে! রাজনৈতিক মহলে জল্পনা][আরও পড়ুন:২০১৯-এর আগেই দলের প্রাক্তন হেভিওয়েট ফিরতে পারেন তৃণমূলে! রাজনৈতিক মহলে জল্পনা]

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও জেডিইউ প্রধান নীতীশ কুমারের মধ্যে আলোচনা করেই আসন সমঝোতা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। খুব শীঘ্রই বিহার সফরে আসবেন অমিত শাহ। তখনই সবকিছু চূড়ান্ত হবে।

[আরও পড়ুন: নোট বাতিল ইস্যুতে নতুন করে ঝড় উঠবে সংসদে, কী ইঙ্গিত শিবসেনার][আরও পড়ুন: নোট বাতিল ইস্যুতে নতুন করে ঝড় উঠবে সংসদে, কী ইঙ্গিত শিবসেনার]

ঘটনা হল, বিহারে মোট ৪০টি আসন। ঠিক হয়েছে দুই দলই সমান আসন পাবে। এক্ষেত্রে আপাতত বিজেপির হাতে ২০টি আসন থাকলেও সেখান থেকে অন্য দলগুলি ভাগ পাবে। এক্ষেত্রে জেডিইউ-র অভিযোগ করার জায়গা থাকবে না। বিরোধীরা যেখানে জোট তৈরি করতে ব্যস্ত সেখানে এনডিএ জোট আসন সমঝোতা করে ফেলল বিহারে। নিঃসন্দেহে তা লোকসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ জোটকে এগিয়ে রাখবে।

[আরও পড়ুন: ৫০-১০০ টাকার জাল নোটে ছেয়েছে বাজার, চাঞ্চল্যকর রিপোর্ট আরবিআইয়ের ][আরও পড়ুন: ৫০-১০০ টাকার জাল নোটে ছেয়েছে বাজার, চাঞ্চল্যকর রিপোর্ট আরবিআইয়ের ]

English summary
NDA finalises seat-sharing formula for Bihar, In how many seats BJP and JDU is going to fight?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X