ইউপিএ-র হরিপ্রসাদকে হারিয়ে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এনডিএ-র হরিবংশ
রাজ্যসভার লড়াইয়েও হার মানতে হল বিরোধীপক্ষকে। ইউপিএ-র বিকে হরিপ্রসাদকে ২০ ভোটে হারিয়ে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত হলেন এনডিএ-র হরিবংশ নারায়ণ সিং। হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট। আর হরিবংশ পেয়েছেন ১২৫টি ভোট। এদিন সংসদে এই ভোটাভুটি পরিচালনা করেন রাজ্যসভার স্পিকার তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু।

এদিন ফলাফল ঘোষণার পরই এনডিএ-র তরফে সকলে মিলে হরিবংশ নারায়ণকে শুভেচ্ছা জানান। সেই তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। উঠে গিয়ে এনডিএ-র নতুন রাজ্যসভা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে।
NDA Candidate Harivansh Narayan Singh elected as Rajya Sabha Deputy Chairman with 125 votes, UPA's BK Hariprasad got 105 votes. #RajyaSabhaDeputyChairman https://t.co/03Id4IyVDH
— ANI (@ANI) August 9, 2018
হরিবংশ প্রসাদ সম্পর্কে মোদী রাজ্যসভায় বলেন, লেখর হিসাবে হরিবংশজী অনেক নাম করেছেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরজীর-ও পছন্দের মানুষ ছিলেন।
I congratulate Harivansh ji on behalf of the whole house. He has been blessed with the talent of writing. He was also a favourite of former PM Chandra Shekhar ji: PM Modi #RajyaSabhaDeputyChairman pic.twitter.com/jmySo2x6fI
— ANI (@ANI) August 9, 2018
ভোটের আগে বিজেপি রাজ্যসভার সদস্যদের প্রতি হুইপ জারি করে। যাতে তাঁরা সংসদে উপস্থিত থেকে ভোটদানে সহযোগিতা করে দলীয় প্রার্থীকে জেতাতে পারেন।
জুন মাস থেকে ডেপুটি চেয়ারম্যানের পদ রাজ্যসভায় খালি পড়ে ছিল। কংগ্রেস নেতা পিজে কুরিয়েনের অবসরের পর শূন্য পদ তৈরি হয়। তিনি চলে যাওয়ার পরে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইড়ু সরকার ও বিরোধী পক্ষকে নতুন ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত করতে আহ্বান জানান।