For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উলোট পুরাণ! রাহুলের কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি এনডিএ প্রার্থীর

এ-যেন উলোট পুরাণ। কেরলের ওয়ানাড লোকসভা আসনের এনডিএ প্রার্থী তুষার ভেলাপেল্লি ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুললেন।

  • |
Google Oneindia Bengali News

এ-যেন উলোট পুরাণ। কেরলের ওয়ানাড লোকসভা আসনের এনডিএ প্রার্থী তুষার ভেলাপেল্লি ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুললেন। বুথে ইভিএম খারাপ হওয়ার জেরে তিনি এই দাবি তুলেছেন বলে জানা গিয়েছে।

উলোট পুরাণ! রাহুলের কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি এনডিএ প্রার্থীর


নির্বাচনী এজেন্ট অ্যাডভকেট সিনিল কুমার জি-র মাধ্যমে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, একটি বিশেষ বিষয় সম্পর্কে তিনি দৃষ্টি আকর্ষণ করতে চান। মুপানাড পঞ্চায়াতের আরাপাট্টার সিএমএস হায়ার সেকেন্ডারি স্কুলের ৭৯ নম্বর বুথের কথা উল্লেখ করেছেন তিনি। এই কেন্দ্রে ইভিএম ক্ষতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন এনডিএ প্রার্থী। বোতামে দুবার চাপ দেওয়ার পরও কোনও ভোট পড়ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

নির্বাচন কমিশনের কাছে তাঁর আবেদন, এই বুথে পুনর্নির্বাচনের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুন। কেননা ইভিএম-এ দুবার চাপ দেওয়ায় ভোটের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যেতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি।

শ্রী নারায়ণ ধর্ম পরিপালানা যোগামের রাজনৈতিক শাখা ভারত ধর্ম জন সেনার প্রধান তুষার ভেলাপেল্লি।

<span class=[আরও পড়ুন: 'গোমূত্র আমার ক্যানসার সারিয়ে দিয়েছে', বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ফের শিরোনামে ]" title="[আরও পড়ুন: 'গোমূত্র আমার ক্যানসার সারিয়ে দিয়েছে', বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ফের শিরোনামে ]" />[আরও পড়ুন: 'গোমূত্র আমার ক্যানসার সারিয়ে দিয়েছে', বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ফের শিরোনামে ]

তৃতীয় দফায় মঙ্গলবার কেরলের ২০ টি আসনে ভোট হচ্ছে। সবমিলিয়ে ২২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারই ওয়ানাড আসন থেকে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। এই কেন্দ্রে সব মিলিয়ে প্রার্থী রয়েছেন ১৯ জন।

[আরও পড়ুন: বহরমপুরে এবারে বড় লড়াই: পঞ্চমবারের জন্যে জয় পেতে ঝাঁপাচ্ছেন 'নখদন্তহীন' অধীর][আরও পড়ুন: বহরমপুরে এবারে বড় লড়াই: পঞ্চমবারের জন্যে জয় পেতে ঝাঁপাচ্ছেন 'নখদন্তহীন' অধীর]

[আরও পড়ুন: ' আইইডি-র থেকে শক্তিশালী ভোটার আইডি', খোশ মেজাজে ভোট দিয়ে ফের সন্ত্রাসবাদকে তোপ মোদীর][আরও পড়ুন: ' আইইডি-র থেকে শক্তিশালী ভোটার আইডি', খোশ মেজাজে ভোট দিয়ে ফের সন্ত্রাসবাদকে তোপ মোদীর]

English summary
NDA candidate from Wayanad Thushar vellapally demands re polling for EVM malfunctioning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X