For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে নয়া বার্তা আরও এক শরিকের, ফের কি ভাঙবে এনডিএ

বিজেপিকে নয়া বার্তা দিল কেন্দ্রের সরকারের অন্যতম শরিক দল আপনা দল।

  • |
Google Oneindia Bengali News

টিডিপি, আরএলএসপি জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। শিবসেনা সবসময় হুমকি দিচ্ছে। এনডিএ-তে ভাঙনের বাতাবরণ তৈরি হয়েছে। সেই আবহের মধ্যেই বিজেপিকে নয়া বার্তা দিল কেন্দ্রের সরকারের অন্যতম শরিক দল আপনা দল।

ভাঙনের আবহের মধ্যেই বিজেপিকে নয়া বার্তা আর এক এনডিএ শরিকের

দলের তরফে জাতীয় সভাপতি আশিস প্যাটেল বলেছেন, বড় দলগুলির উচিত ছোট দলগুলিকে সম্মান করা ও তাদের প্রাপ্য দেওয়া। একইসঙ্গে বিজেপিকে সাবধান করে দিয়ে আশিস জানিয়েছেন, উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি এক হয়ে নির্বাচনে লড়লে আগামী লোকসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

আশিসের মতে, আমাদের আপনা দলের মতো ছোট দল সম্মান চায়। যদি তা দেওয়া না হয় তাহলে আমাদের মনখারাপ হয়। একইসঙ্গে তিনি বলেছেন, কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী তথা আপনা দল সাংসদ অনুপ্রিয়া প্যাটেলের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা সঠিক নয়।

[আরও পড়ুন:যোগীর রাজ্যে প্রকাশ্যে নমাজ পড়া নিয়ে বিতর্কিত নির্দেশে চাঞ্চল্য][আরও পড়ুন:যোগীর রাজ্যে প্রকাশ্যে নমাজ পড়া নিয়ে বিতর্কিত নির্দেশে চাঞ্চল্য]

অভিযোগ, অনুপ্রিয়াকে পাত্তা দিচ্ছে না বিজেপি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী হলেও তাঁকে মেডিক্যাল কলেজের উদ্বোধনে ডাকা হয় না। যা নিয়ে আপনা দল ক্ষোভ প্রকাশ করেছে।

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগেই ফের একটি নতুন নোট বাজারে আনছে আরবিআই ][আরও পড়ুন: লোকসভা ভোটের আগেই ফের একটি নতুন নোট বাজারে আনছে আরবিআই ]

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের এই এনডিএ শরিক গত লোকসভা নির্বাচনে দুটি আসনে জেতে। অনুপ্রিয়া প্যাটেল জেতেন মির্জাপুর থেকে ও হরিবংশ সিং জেতেন প্রতাপগড় থেকে। এবার দেখার বিজেপি আপনা দলের মতো ছোট দলকে কতগুলি আসন ছাড়ে।

English summary
NDA ally Apna Dal (S) advises BJP on how to treat small parties
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X