এনডিএ-র বৈঠকে 'শিবসেনা' ছায়া! প্রধানমন্ত্রী বললেন বড় পরিবার
শিব সেনার সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার প্রভাব যেন পড়ল এনডিএ-র বৈঠকে। এনডিএ শরিকরা আরও ভাল যোগাযোগের জন্য একজন কনভেনর রাখার দাবি তোলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, নরেন্দ্র মোদী শাসক জোটকে এক বড় পরিবার বলে বর্ণনা করেছেন।

এনডিএ-র বৈঠকে মোদী
এদিন বৈঠকের শুরুতে দেওয়া ভাষণে মোদী বলেন, এনডিএ-র শরিকরা বিভিন্ন মতাদর্শের। কিন্তু তারা একটা বড় পরিবারের মতো। ক্ষুদ্র বিরোধে তারা অস্থির হয়ে ওঠেন না।
|
এনডিএ বৈঠকের প্রশংসা
এদিন এনডিএ-র বৈঠকের পর টুইট করেন মোদী। তিনি বলেন খুব ভাল এনডিএ-র বৈঠক। শরিকরা ভারতের বৈচিত্রকেই তুলে ধরেন। পাশাপাশি তারা ১৩০ কোটি ভারতীবাসীর চাহিদার কথাও ভাবেন। কৃষক, যুব, নারী শক্তির সঙ্গে একসঙ্গে লড়াইয়ে অঙ্গীকার করেন তিনি।

আরও ভাল সমন্বয়ের ডাক
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। বিজেপির তরফে সংসদের শীতকালীন অধিবেশনে আরও ভাল সমন্বয়ের ডাক দেওয়া হয়।

শরিকদের তরফে কনভেনরের দাবি
এদিনের বৈঠকে অনেক এনডিএ শরিকের তরফেই একজন এনডিএ কনভেনরের দাবি তোলা হয়। এঁদের মধ্যে রয়েছেন, এলজেপির সভাপতি চিরাগ পাসোয়ান। তিনি শিবসেনাকে এনডিএ-র অন্যতম পুরনো শরিক বলে বর্ণনা করেন। এপ্রসঙ্গে তিনি এনডিএ থেকে বেরিয়া যাওয়া তেলেগু দেশম এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নামও উল্লেখ করেন। যদি এনডিএ শরিকদের মধ্যে আরও সমন্বয় থাকত তাহলে শিবসেনার চলে যাওয়া আটকানো যেত বলেও মনে করেন তিনি। জানা গিয়েছে, এদিনের বৈঠকে আপনা দল, জেডিইউ এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সহযোগীরা একই ধরনের উপদেশ দেন।