For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেশিরভাগ রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলে কৃষক আত্মহত্যার তথ্য নেই এনসিআরবির কাছে

বেশিরভাগ রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলে কৃষক আত্মহত্যার তথ্য নেই এনসিআরবির কাছে

Google Oneindia Bengali News

দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষক আত্মহত্যার তথ্য নেই। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি এই তথ্য জানিয়েছেন। এদিন লোকসভায় কৃষক আত্মহত্যা নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁরই প্রশ্নের জবাবে রাষ্ট্রমন্ত্রী এই উত্তর দিয়েছেন।

বেশিরভাগ রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলে কৃষক আত্মহত্যার তথ্য নেই এনসিআরবির কাছে


কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '‌এনসিআরবি–এর থেকে পাওয়া তথ্য অনুসারে অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কৃষক এবং কৃষি শ্রমিকের কোনও আত্মহত্যার ঘটনার তথ্য নেই।’‌ ওয়েনাদ সাংসদ রাহুল গান্ধী প্রশ্ন করেন যে ২০১৬ সাল থেকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (‌এমসিআরবি)‌ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষক আত্মহত্যার তথ্য সংগ্রহ করেছে কি? ‌যদি তা না হয় তবে তার কারণ জানতে চান কংগ্রেস সাংসদ। রাহুল এও জানতে চান যে ২০১৫ সাল থেকে দেশে দুর্ঘটনায় মৃত্যু ও আত্মহত্যার ঘটনার তথ্য প্রকাশ করতে ব্যর্থ এনসিআরবি এবং কবে থেকে তা প্রকাশ করার কাজ শুরু করবে এনসিআরবি। লিখিত জবাবের মাধ্যমে মন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু ও কৃষক আত্মহত্যা সহ রাজ্য–কেন্দ্রশাসিত এলাকার আত্মহত্যার রিপোর্ট '‌ভারতের আত্মহত্যা ও দুর্ঘটনার মৃত্যু’‌ (‌এডিএসআই)‌ হিসাবে প্রকাশ করবে এনসিআরবি।

মন্ত্রী এও জানিয়েছেন যে, এডিএসআই রিপোর্ট দ্রুত প্রকাশের জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুসারে, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যে কৃষক আত্মহত্যার সংখ্যা শূন্য।

যে আইন পাশ হচ্ছে তাতে যেন কেউ বৈষম্যের শিকার না হয়, মন্তব্য রাষ্ট্রপুঞ্জেরযে আইন পাশ হচ্ছে তাতে যেন কেউ বৈষম্যের শিকার না হয়, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের

English summary
The minister said advisories have been issued to all states and union territories to furnish complete data sets promptly for the speedy publication of ADSI report,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X